পরের ম্যাচেই লিগ চ্যাম্পিয়ন হতে পারে বার্সেলোনা
লা লিগার এবারের মৌসুমের শিরোপা বার্সেলোনার ঘরে যাচ্ছে তা অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল অনেক আগেই। রিয়াল সোসিয়েদাদের কাছে রিয়াল মাদ্রিদ ২-০ গোলের ব্যবধানে হারায় বার্সার জয়ের দিন এগিয়ে এসেছে আরো। নিজেদের পরের ম্যাচে এস্পানিওলকে বার্সা হারাতে পারলে অথবা রিয়াল মাদ্রিদ নিজেদের পরবর্তী ম্যাচে পয়েন্ট হারালেই চ্যাম্পিয়ন হবে জাভির দল।
লা লিগায় এই মৌসুমের শিরোপা নির্ধারণ হয়ে যেতে পারে সামনের সপ্তাহেই। ৪ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে বার্সেলোনা। যেটি হবে কাতালান ক্লাবটির ২৭ তম লিগ শিরোপা।
বার্সার কোচ হিসেবে নিজের প্রথম লিগ শিরোপার স্বাদ পেতে জাভিকে আর বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে না সেটিও নিশ্চিত। ৩৩ তম রাউন্ডের ম্যাচে নিজেদের মাঠে জর্দি আলবার ৮৫ মিনিটের গোলে ওসাসুনাকে ১-০ গোলে হারায় বার্সেলোনা। যা রিয়ালের থেকে তাদেরকে এগিয়ে দেয় ১৪ পয়েন্টের ব্যবধানে।
সোসিয়েদাদের মাঠে জিতে বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান ১১ তে নামিয়ে আনার সুযোগ ছিলো রিয়ালের সামনে। উল্টো ২-০ গোলের ব্যবধানে হেরে বার্সেলোনার শিরোপা উৎসব এগিয়ে আনার সুযোগ করে দিলো আনচেলত্তির দল।
দুদলের ৩৩টি করে ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৮২। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৬৮। বার্সা নিজেদের পরের ম্যাচ জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৮৫। রিয়াল নিজেদের সব ম্যাচ জিতলেও সর্বোচ্চ ৮৩ পয়েন্ট পাবে। অর্থাৎ নিজেদের ম্যাচ বার্সা জিতলে বা রিয়াল পয়েন্ট হারালেই চ্যাম্পিয়ন হবেন লেভানডোভস্কিরা।
জাভির দলের জন্য পরের সপ্তাহটা হতে পারে অধিক আনন্দের। কারণ বার্সার পরের ম্যাচ নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের বিপক্ষে, যাদের সঙ্গে সাপেনেউলে সম্পর্ক। তাই তাদেরই মাঠে লিগ শিরোপা জয় উদযাপন করতে বাড়তি আনন্দ পেতেই পারেন বার্সার খেলোয়াড়রা।