চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এমবাপ্পের ফেভারিট সিটি
চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম ফেভারিট ছিলো তার নিজের দলই। কিন্তু নক-আউট পর্বেই বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নিয়েছে পিএসজি। তাই চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন পূরণ হতে আরো অপেক্ষা করতে হবে কিলিয়ান এমবাপ্পেকে।
নিজের দল না থাকায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দর্শক হিসেবে দেখতে হচ্ছে এমবাপ্পেকে। ফাইনালের দুই দলের মধ্যে তার ফেভারিট ম্যানচেস্টার সিটি।
ফর্মুলা ওয়ান রেসিং প্রতিযোগিতা দেখতে স্পেনের বার্সেলোনায় গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এমবাপ্পে। সেখানেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নিয়ে নিজের ভাবনা জানান তিনি, 'দারুণ এক ম্যাচ হতে যাচ্ছে। ফাইনাল অবশ্যই দেখব। আমার মনে হয়, ম্যানচেস্টার সিটিই জিতবে।'
সিটি ২০১১-১২ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো খেলার সুযোগ পাওয়ার পর থেকে নিয়মিত খেলছে। এর আগে একবার ফাইনাল খেললেও কখনো ইউরোপসেরা হতে পারেনি।
তিনবারের ইউরোপসেরা ইন্টার ২০১২ ও ২০১৮ সালে এ টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, আর নকআউট পর্বে ফিরেছে গত মৌসুমে।
এমবাপ্পে সম্ভবত ম্যানচেস্টার সিটির জয়ের সম্ভাবনা দেখছেন এবারের মৌসুমে দলটির দুর্দান্ত পারফরম্যান্স দেখে। কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখ এবং সেমি-ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনালে উঠেছে সিটি।
কিছুদিন আগে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে জিতেছে এফএ কাপও। তবু ম্যাচটা যেহেতু চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, দুই দলের সুযোগই সমান সমান, আর সেটি মাথায় রেখেই 'দারুণ' এক ম্যাচের প্রত্যাশা করছেন এমবাপ্পে।