আইসিসির মাস সেরার লড়াইয়ে শান্ত
মে মাসে দারুণ সময় কেটেছে নাজমুল হোসেন শান্তর। ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়ে সিরিজসেরার পুরস্কার জেতেন বাঁহাতি এই ব্যাটসম্যান। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে 'আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ'- এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়েছে শান্তর। প্রথমবারের মতো এই পুরস্কারের জন্য মনোনীত হলেন তিনি।
মাস সেরার লড়াইয়ে শান্তর সঙ্গে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু, হার্শিথা সামারাবিক্রমা ও থাইল্যান্ডের থিপোয়াচ পুত্থাওং। গত মাসের পারফরম্যান্স বিবেচনায় করা এই তালিকা মঙ্গলবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
মে মাসে চেমসফোর্ডে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আগে ব্যাটিং করে বাংলাদেশ ৯ উইকেটে ২৪৬ রান তোলে। এই ম্যাচে শান্তর অবদান ছিল ৪৪ রান। দলের দুঃসময়ে হাল ধরে ৬৬ বলে ৭টি চারে এই ইনিংসটি খেলেন দারুণ ধারাবাহিক হয়ে ওঠা বাংলাদেশের টপ অর্ডার এই ব্যাটসম্যান।
দ্বিতীয় ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেন শান্ত। ৩২০ রানের বিশাল লক্ষ্য পাড়ি দিতে নেমে অসাধারণ এক ইনিংস খেলে দলকে জয়ের পথে এগিয়ে দেন তিনি। প্রথমবারের মতো সেঞ্চুরির স্বাদ নেওয়ার ইনিংসে শান্ত ৯৩ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় খেলেন ১১৭ রানের ইনিংস।
তৃতীয় ও শেষ ওয়ানডেতেও শান্তকে সাবলীল দেখিয়েছে। যদিও ইনিংসটা বড় করা হয়নি তার। ৩২ বলে ৭টি চারে ৩৫ রান করে আউট হন তিনি। এরপর বল হাতে রাখেন অবদান। হুমকি হয়ে ওঠা হ্যারি টেক্টরকে ফিরিয়ে ব্রেক-থ্রু এনে দেন শান্ত। তিন ম্যাচেই ব্যাট হাতে অবদান রাখায় সিরিজ সেরার পুরস্কার ওঠে তার ঝুলিতে।