বোনাস পাওয়া ১০ কোটি টাকা সিটি কর্মীদের দিলেন গার্দিওলা
অনেক সাধনার পর অবশেষে ধরা দিয়েছে পরম আরাধ্যের চ্যাম্পিয়ন্স লিগ। শুধু তাই নয়, দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ঐতিহাসিক ট্রেবল জয়ের রেকর্ডও গড়েছে ম্যানচেস্টার সিটি। সব মিলিয়ে খুশি হয়ে মালিকপক্ষ বোনাস অর্থ দিয়েছে খেলোয়াড়-কোচ সব সবাইকে।
ম্যানচেস্টার সিটির হয়ে প্রথমবার হলেও নিজের কোচিং ক্যারিয়ারে এটি ছিলো গার্দিওলার তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয় এবং দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়। এই অর্জনের পর পাওয়া বোনাস অর্থের পুরোটাই গার্দিওলা সিটির কর্মীদের দিয়ে দিয়েছেন।
বোনাসের অঙ্কটা আবার কম নয়। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৪০ লাখ টাকা, যার পুরোটাই গার্দিওলা দিয়েছেন কর্মীদের। অঙ্কটা নির্দিষ্টভাবে জানা না গেলেও কাছাকাছিই হবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন।
সিটি কোচের এই উদারতা নতুন নয়, এর আগেও তিনি এমনটি করেছেন। সিটির নিরাপত্তাকর্মী থেকে শুরু করে অন্য প্রশাসনিক কর্মীরা গার্দিওলার বোনাসের ভাগ পান।
গার্দিওলার এমন উদারতা প্রদর্শনের ফলে স্বাভাবিকভাবেই তার জয়গান হচ্ছে চারিদিকে। মাঠের মতো মাঠের বাইরেও যে জিতে চলেছেন স্প্যানিশ এই কোচ।