বার্সেলোনায় যোগ দিলেন সিটির ট্রেবলজয়ী অধিনায়ক গুন্দোগান
ম্যানচেস্টার সিটির হয়ে সদ্য সমাপ্ত মৌসুমে জিতেছেন সম্ভাব্য সবকিছু। ছিলেন ক্লাবের অধিনায়কও। তবে এতো দুর্দান্ত এক মৌসুম কাটানোর পরেও সিটি ছেড়েছেন ইলকায় গুন্দোগান।
সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন এই জার্মান তারকা মিডফিল্ডার। সিটির সঙ্গে সর্বশেষ মৌসুম পর্যন্তই চুক্তি ছিলো গুন্দোগানের। সেটি আর না বাড়িয়ে নতুন চ্যালেঞ্জের খোঁজে বার্সায় পাড়ি জমালেন ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার।
২০১৬ সালের গ্রীষ্মকালীন দলবদলে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন গুন্দোগান। সিটিতে পেপ গার্দিওলার প্রথম সাইনিং ছিলেন তিনিই। সেই গুন্দোগান ৭ বছর পর ক্লাব ছেড়েছেন কিংবদন্তি হিসেবে।
গুন্দোগানকে কিনতে বার্সার কোনো টাকা খরচ করতে হয়নি। কারণ চুক্তি শেষ হয়ে যাওয়ায় ফ্রি এজেন্ট হিসেবেই তাকে নিতে পেরেছে বার্সেলোনা।
সিটি যদিও নতুন চুক্তি প্রস্তাব করেছিল গুন্দোগানকে, কিন্তু সেটি নবায়ন না করে নতুন অধ্যায়ে প্রবেশ করার জন্য জার্মান তারকা বেছে নিয়েছেন বার্সাকেই।