আপনার ভ্রমণকে লটবহরের ঝামেলামুক্ত রাখতে পোশাক ভাড়া দেবে এই এয়ারলাইন
কিছুদিনের জন্য বিদেশবিভূঁই গেলে সাথে বইতে হয় লটবহরের ঝঞ্ঝা। দেখা যায়, ওই দেশের আবহাওয়া-মাফিক পোশাক-পরিচ্ছদ আপনার ব্যাগ-ব্যাগেজ বাড়াতে অনেকটাই ভূমিকা রাখছে। কিন্তু, এবার সে চলই পাল্টে যেতে পারে। অন্তত জাপানে ভ্রমণকারীরা সে সুবিধাই পেতে চলেছেন। ফল খুব শিগগিরই হয়তো দেখা যাবে, সুর্যোদয়ের দেশে স্রেফ পরিধেয় পোশাকেই হাজির হচ্ছেন পর্যটক বা ব্যবসায়ীরা।
আর এসব কিছুই হতে পারে জাপান এয়ারলাইনস কোম্পানি ও সুমিমতো কর্পোরেশনের সাম্প্রতিক এক উদ্যোগের কল্যাণে। দ্বীপদেশটিতে ভ্রমণকারীদের পোশাক ভাড়ায় দেবে তারা।
টেকসই পর্যটনকে উৎসাহিত করার পাশাপাশি স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে এয়ারলাইনসের পক্ষ থেকে। যাত্রীরা নিজ দেহের আকার অনুযায়ী মৌসুমি পোশাকের সংগ্রহ থেকে পোশাক বেছে নিতে পারবেন। তবে এজন্য জাপান এয়ারলাইনসের পরিচালিত ফ্লাইটে ভ্রমণের আগে তাদের একটি ওয়েবসাইটে পোশাকের বুকিং দিতে হবে। ২০২৪ সালের আগস্ট থেকেই পরীক্ষামূলকভাবে এই সেবা চালু হবে।
করোনাজনিত বিধিনিষেধ পুরোপুরি উঠে যাওয়ার পর জাপানের যাত্রীবাহী বিমান সংস্থা, হোটেল ও রেস্তোরাঁগুলো আরও বেশি ভ্রমণকারীদের স্বাগত জানাতে প্রস্তুত। গ্রীষ্মকালীন ছুটির মওসুম শুরু হওয়ায় পর্যটক আরও বাড়বে এমন প্রত্যাশা রয়েছে।
জাপানের জাতীয় পর্যটক সংস্থার তথ্যমতে, গত মে মাসে জাপানে ভ্রমণকারীদের সংখ্যা ছিল ১৯ লাখ, যা ছিল মহামারিপূর্ব ২০১৯ সালের একই মাসের পর্যটক সংখ্যার ৭০ শতাংশ।
জাপান এয়ারলাইনস থেকে পোশাক ভাড়া নিতে গুনতে হবে ৪ থেকে ৭ হাজার ইয়েন পর্যন্ত (২৮ থেকে ৪৯ ডলার)। এই ভাড়ায় দুই সপ্তাহের জন্য সর্বোচ্চ ৮টি পোশাক পাওয়া যাবে। স্মল, মিডিয়াম ও লার্জ এই তিন ক্যাটাগরির পোশাকই থাকবে কালেকশনে। পোশাকের স্টাইলেও থাকবে তিন ক্যাটাগরি – স্মার্ট, স্মার্ট ক্যাজুয়াল ও মিক্সড। ভ্রমণকারী যে হোটেলে অবস্থান করবেন, সেখানে এসব পোশাক পৌঁছে দেবে কোম্পানিটি।
পোশাক শিল্পের পরিবেশ-সচেতনতার দিকেও নজর রাখছে জাপান এয়ারলাইনস। পোশাক পণ্যের উদ্বৃত্ত মজুত থেকেই তারা ভাড়ার পোশাক সংগ্রহ করবে। এতে এই শিল্পের বর্জ্য অনেকটাই কমবে বলে আশা করছে। আর সেখানেই শেষ নয়, যাত্রীবাহী বিমানে এরফলে মালামালের ওজনও কমবে। ফলে জ্বালানি সাশ্রয় হয়ে কমবে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ। পরিবেশ সংরক্ষণে রাখা এই ভূমিকার তথ্য হিসাব করে যাত্রীদের জানাবে কোম্পানিটি।
ট্রেডিং হাউজ সুমিমতো এই অনলাইন রিজার্ভেশন, কাপড় সংগ্রহ, লন্ড্রি ও ডেলিভারির সিস্টেমটি তৈরি করেছে।