যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ: সরকারকে বেকায়দায় ফেলার কৌশল হিসেবে দেখছেন পরিবহন মালিকরা
চলতি বছরের মে মাসে বাস, মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর ও ট্রাক কভার্ড ভ্যানের ক্ষেত্রে ২৫ বছর অর্থনৈতিক জীবন (ইকোনমিক লাইফ) নির্ধারণ করে দেয় সরকার। সেই হিসাবে দেশে ৬৫ হাজার বাস মিনিবাস, ট্রাক, কভার্ড ভ্যান বন্ধ হয়ে যাবে।
এর ফলে জাতীয় নির্বাচনের আগে চলমান ডলার সংকটের মধ্যে গাড়ি আমদানির প্রয়োজনীয়তা দেখে দেবে। এটিকে সরকারকে বেকায়দায় ফেলার কৌশল হিসেবে দেখছেন পরিবহন খাতের মালিক ও শ্রমিক নেতারা।
মঙ্গলবার (১৮ জুলাই) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা জানানো হয়। বাণিজ্যিক মোটরযানের অর্থনৈতিক আয়ুষ্কাল পুনঃনির্ধারণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন। এতে লিখিত বক্তব্য রাখেন ফেডারেশনের সদস্য সচিব মনজুরুল আলম চৌধুরী (মঞ্জু)।
মনজুরুল বলেন, 'গাড়ির ইঞ্জিন ও যন্ত্রাংশ আমদানি করা হয়। প্রয়োজন অনুসারে যানবাহনে লাগানো হয়। ফলে কোন যানবাহনই অচল থাকে না। ক্ষতিগ্রস্ত ইঞ্জিন বা ইঞ্জিনের পার্টস, বডি বা আনুষঙ্গিক অন্যান্য পার্টস নতুন করে পুনরায় লাগানো হলে তা সম্পূর্ণরূপে বিআরটিএর ফিটনেস সার্টিফিকেট অনুযায়ী চলাচলে উপযোগী হয়। নতুন আয়ুষ্কাল অনুসারে যানবাহন বাতিল করা হলে সংকট দেখা দেবে। অর্থনৈতিক মন্দাভাবের মধ্যে এই ধরনের আইন প্রয়োগ করে সরকারের উজ্জল ভাবমূর্তি নষ্ট হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।'
সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে গাড়ির আয়ুষ্কাল ৩০ বছর করা দাবি জানানো হয়। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা বিআরটিএর সার্ভার সচল করে পরিবহন কাগজপত্র হাল নাগাদের সুযোগ করে দেওয়ার দাবিও জানানো হয়।
এছাড়া গাড়ির আয়ুষ্কালের নীতিমালা প্রণয়নে বিভাগীয় পর্যায় থেকে মালিক প্রতিনিধির ক্র্যাপ নীতিতে সম্পৃক্ত করার পাশাপাশি ২০২৪-২৫ আর্থিক সাল থেকে ক্র্যাপ নীতি পুনঃসংশোধন করে কার্যকর করার দাবিও জানানো হয়।
তাছাড়া বিআরটিএ কর্তৃক রেজিস্ট্রেশন তারিখ থেকে গাড়ির মেয়াদ নির্ধারণ করার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।
লিখিত ব্ক্তব্যে ফেডারেশনের সদস্য সচিব মনজুরুল আলম চৌধুরী মঞ্জু বলেন, নতুন করে গাড়ির আয়ুষ্কাল নির্ধারণ করা হলে সেটি যানবাহন মালিকদের মরার ওপর খাঁড়ার ঘা হবে। এ খাতের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় লক্ষাধিক মালিক-শ্রমিক মানবেতর জীবন যাপন করবেন।