দ্রুত কারখানা স্থাপন না করলে অর্থনৈতিক অঞ্চলে ইজারা বাতিল: বেজা
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে (বিএসএমএসএন) শিল্পকারখানা স্থাপনের জন্য জায়গা নিয়ে যে প্রতিষ্ঠান কাজ শুরু করছে না, তাদের দ্রুত কাজ করার আহবান জানিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।
তিনি হতাশা প্রকাশ করে বলেন, "অনেকে জায়গা নিয়ে প্রতিষ্ঠান তৈরী করছেন না। আমরা তাদের বলতে চাই দ্রুত কাজ শুরু না করলে আমরা তাদের নোটিশ দিব। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতিতে তাদের জমি বরাদ্দ বাতিল করা হবে। ইতোমধ্যে একটি প্রতিষ্ঠানের জায়গা বরাদ্দ বাতিল করা হয়েছে।"
বুধবার বেজার সাথে এক্স সিরামিকস লিমিটেড এবং ডায়সিন অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস লিমিটেডের ল্যান্ড লিজ এগ্রিমেন্ট অনুষ্ঠানে এ কথা বলেন বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।
তিনি বলেন, "আমরা দেখতাম বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরে জায়গা নিয়ে বছরের পর বছর, যুগের পর যুগ ফেলে রাখা হয়েছে। তারা মনে করছেন এটাও বিসিকের মতো।"
তিনি বলেন, "হয়তো ভবিষ্যতে জায়গার দাম বাড়তে পারে এমন উদ্দেশ্যে অনেকে জায়গা নিয়েছে, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই বিসিক আর অর্থনৈতিক অঞ্চল এক জিনিস নয়। আমরা এসিআই লিমিটেডকে ১০০ একর জায়গা দিয়েছিলাম, তাদের প্রাথমিক যে কাজ শুরু করার কথা সেটা না করায় আমরা এটা ইতোমধ্যে বাতিল করেছি।"
তিনি বলেন, "বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে বসুন্ধরা গ্রুপের রাসায়নিক কারখানা তৈরির কাজ প্রায় শেষ হওয়ার পথে; ম্যাকডোনাল্ড স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং টি কে গ্রুপ ইতিমধ্যে পণ্য উৎপাদন শুরু করেছে।"
"তাদের আমরা বিদ্যুৎ থেকে শুরু করে রাস্তা তৈরী সহ সব সহায়তা দিয়েছি", যোগ করেন তিনি।
পোশাকশিল্প প্রতিষ্ঠানই সিইটিপি ব্যবস্থায় আসতে রাজি নয়
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে প্রায় ৫০০ একর জমিতে গার্মেন্টস কারখানার জন্য গড়ে তোলা হচ্ছে একটি পরিকল্পিত গার্মেন্টস ভিলেজ, যেখানে জমি বরাদ্দের চুক্তি করেছে ৪৩টি কোম্পানি। বেজার হিসেবে, এসব জমি কারখানা নির্মাণের জন্য উপযোগী হলেও এখনো একটি প্রতিষ্ঠানও কাজ শুরু করেনি।
শেখ ইউসুফ হারুন বলেন, বঙ্গবন্ধু শিল্প নগরে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার, সিইটিপিতে কারখানা যুক্ত করতে চায় না পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে বৈঠক করে শিগগিরই এ জটিলতা নিরসন করা হবে।
সিরামিক, টেক্সটাইল ক্যামিকেলে ৪২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে এক্স সিরামিকস, ডায়সিন
অনুষ্ঠানে কারখানা নির্মাণে দুটি প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে (বিএসএমএসএন) ৩০ একর জমি বরাদ্দ দেয়ার চুক্তি করে বেজা।
এক্স সিরামিকস লিমিটেড সিরামিকসের শিল্প স্থাপন করবে ২০ একর জমিতে। প্রতিষ্ঠানটি শিল্প স্থাপনে প্রায় ২৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং এতে প্রায় ১৫০০ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহিন মাযহার বলেন, ২৫টি শিল্প এবং দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক টাইলস প্রস্তুত কারখানা রয়েছে তাদের। তিনি আরো বলেন, জমি হস্তান্তরের পর ২-৩ বছরের মধ্যে শিল্প স্থাপনের মাধ্যমে ১০০ মিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্য স্থির করেছেন তারা এবং এটি হবে তাদের অন্যতম বৃহৎ কারখানা।
অন্যদিকে ডায়সিন অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল লিমিটেড ১০ একর জমিতে টেক্সটাইল কেমিক্যাল শিল্প স্থাপন করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি শিল্প স্থাপনে প্রায় ১৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমানুর রহমান জানান, বঙ্গবন্ধু শিল্প নগরে অত্যাধুনিক কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে তাদের।