কানাডায় দুঃসময় পিছু ছাড়ছে না লিটনের
কানাডায় চলমান গ্লোবাল টি-টোয়েন্টিতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না লিটন কুমার দাসের। প্রায় সব ম্যাচেই নিজের ছায়া হয়ে থাকা বাংলাদেশের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান রীতিমতো ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন।
টি-টোয়েন্টি আসরটিতে সারে জাগুয়ার্সের হয়ে চার ম্যাচে লিটনের রান মাত্র ৫৫। এর মধ্যে সর্বোচ্চ ২৫ রানের ইনিংস। সংক্ষিপ্ততম ফরম্যাটে সময়ভেদে ২৫ রান উল্লেখ করার মতো হলেও লিটনের এই ইনিংসটা উল্টো সমালোচনা কুড়িয়েছে।
সর্বশেষ ম্যাচে মিসিসাগা প্যান্থার্সের বিপক্ষে ২৫ রান করতে লিটন খরচা করেছেন ৩০ বল। ওয়ানডে ফরম্যাটেও এটা ধীরগতির ব্যাটিং, সেখানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মতো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে এমন ব্যাটিং দলের জন্য ক্ষতির কারণও হয়ে উঠতে পারে।
লিটনের এমন মন্থর ইনিংসের পরও অবশ্য জয় পায় তার দল। জতিন্দর সিংয়ের হাফ সেঞ্চুরি ও অ্যালেক্স হেলসের ঝড়ে ব্যাটিংয়ে মিসিসাগা প্যান্থার্সের বিপক্ষে ৫৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জাগুয়ার্স।
আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৬৪ রান তোলে জাগুয়ার্স। জতিন্দর ৪৫ বলে ৫টি চার ও একটি ছক্কায় ইনিংস সেরা ৫৭ রান করেন। ২১ বলে ৯টি চারে ৩৯ রান করেন হেলস। ৩টি উইকেট পান মিসিসাগার জহুর খান। লক্ষ্য তাড়ায় ১৭ ওভারে ১০৯ রানেই গুটিয়ে যায় মিসিসাগা। শ্রেয়াশ মভভা ৩১ ও ক্যামেরন ডেলপোর্ট ৩৩ রান করেন। জাগুয়ার্সের স্পেন্সার জনসন ও সন্দীপ লামিচানে ৩টি করে উইকেট নেন।
মিসিসাগার বিপক্ষে ব্যাটিং অর্ডারে বদল আসে লিটনের, তিন নম্বরে নামানো হয় তাকে। জতিন্দর, হেলসরা টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালালেও লিটন খেলেন ধীর গতিতে। ৮৩.০০ স্ট্রাইক রেটে ব্যাটিং করা লিটন একটি চার ও ছক্কা মারেন। এর আগে তিন ইনিংসের দুটিতে ব্যাটিং করেন লিটন, রান করেন ৯ ও ২১। একটি ম্যাচে ব্যাটিং করা হয়নি তার। লিটনের ২১ রানের ইনিংসটিও ছিল ধীর গতির, খরচা করেন ২০ বল।