১৭ আগস্ট পর্যন্ত বাড়লো ডিজিটাল ব্যাংকের জন্য আবেদনের মেয়াদ
ডিজিটাল ব্যাংকের জন্য আবেদনের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে আগামী ১৭ আগস্ট পর্যন্ত আগ্রহী প্রতিষ্ঠানগুলো লাইসেন্স পেতে আবেদন করতে পারবে।
আজ রোববার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
এতে বলা হয়, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রাপ্তির আবেদনের লক্ষ্যে সকল আবেদনকারীর পূর্ণাঙ্গ ও মানসম্মত প্রস্তাবনা তৈরি এবং বিভিন্ন দলিলাদি সংগ্রহের বিষয়টি বিবেচনা করে আবেদনপত্র দাখিলের সময়সীমা ১৭ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে গত ২৩ জুন কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠা করতে হলে ন্যূনতম ১২৫ কোটি টাকা মূলধন থাকতে হবে। সে তুলনায়, ন্যূনতম ৫০০ কোটি টাকা মূলধন থাকলে প্রচলিত ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়।
ডিজিটাল ব্যাংক পরিচালিত হবে ব্যাংকিং কোম্পানি আইনের অধীনে। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় বোর্ড সভায় উত্থাপনের জন্য ডিজিটাল ব্যাংকের বিধিমালা চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক।
বিধিমালা অনুযায়ী, ডিজিটাল ব্যাংকের প্রত্যেক উদ্যোক্তাকে কমপক্ষে ৫০ লাখ টাকা মূলধন জোগান দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংক লাইসেন্স বা সনদ দেয়ার পাঁচ বছরের মধ্যে এই ব্যাংককে পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে শেয়ার ছাড়তে হবে।