অক্টোবরের শুরুতে প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ দল পাঠাবে যুক্তরাষ্ট্র: পিটার হাস
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস জানিয়েছেন, অক্টোবরের শুরুর দিকে বাংলাদেশে প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ দল পাঠাবে যুক্তরাষ্ট্র।
আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সাথে বৈঠকের পর সাংবাদিকদের পিটার হাস বলেন, "প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ দলটিতে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা থাকবেন, যাদের নির্বাচন পর্যবেক্ষণে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।"
মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, "যুক্তরাষ্ট্র কেবল সে নির্বাচনের প্রতিই আগ্রহী যা অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং যেখানে বাংলাদেশের মানুষকে কে শাসন করবে তা বেছে নেয়ার ক্ষমতা জনগণের হাতেই ন্যস্ত।"
আশরাফুল আলম, ওরফে হিরো আলমের ওপর উপনির্বাচনে হামলার ঘটনায় ১৩ বিদেশি মিশনের বিবৃতি দেওয়ার ঘটনাকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন হিসেবে আখ্যা দেয়া প্রসঙ্গে তিনি বলেন, "যুক্তরাষ্ট্রে যখন অন্যান্য দেশ আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে কোনো ইস্যু তুলে ধরে আমরা তখন তাদের কথা শুনি এবং দেখি যে তাদের কাছ থেকে আমাদের কী শেখার আছে। আমরা তখন মনে হয় না যে এটি ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন।"
মঙ্গলবার (১ আগস্ট) সকাল সোয়া ১১টার দিকে শুরু হওয়া এ বৈঠকে সিইসি'র সাথে আরও চারজন কমিশনার উপস্থিত ছিলেন। পূর্বনির্ধারিত বৈঠকে তাদের সঙ্গে যোগ দেন ইসি সচিব জাহাঙ্গীর আলমও।
গত বছরের ৮ জুন সিইসির সঙ্গে বৈঠকে পিটার হাস বলেছিলেন, তারা এমন একটি সাধারণ নির্বাচন চান যার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের নেতৃত্ব বেছে নিতে পারবেন।
গণতান্ত্রিক ও স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করতে বিভিন্ন অংশীদারের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব পুনর্ব্যক্ত করে তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন শুধুমাত্র নির্বাচন কমিশনের একক দায়িত্ব নয়, বরং এটি একটি সম্মিলিত প্রচেষ্টা যা বাংলাদেশের সকল নাগরিকের সমন্বয়ে সম্ভব।
এদিকে সোমবার (৩১ জুলাই) সিইসি জানান, চলতি বছরের ডিসেম্বরের শেষে বা আগামী বছরের জানুয়ারির শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
আসন্ন নির্বাচনকে ঘিরে গত কয়েক মাস ধরেই দেশে কূটনৈতিক তৎপরতা বেড়েছে।
এর আগে, গত ৯ জুলাই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় সদস্যের একটি নির্বাচনী অনুসন্ধানী মিশন বাংলাদেশে আসে।
একই সপ্তাহে চার দিনের সফরে বাংলাদেশে আসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।