৫ মামলায় ক্ষমা পেলেন অং সান সু চি
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে পাঁচ মামলায় সাধারণ ক্ষমা দিয়েছে দেশটির বর্তমান জান্তা সরকার। মঙ্গলবার (১ আগস্ট) এমনটিই জানানো হয়েছে মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমে।
ওই পাঁচ মামলায় সু চিকে মোট ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
নোবেল বিজয়ী অং সান সু চিকে গত সপ্তাহে রাজধানী নেইপিদোর কারাগার থেকে আবারও গৃহবন্দী (হাউজ অ্যারেস্ট) অবস্থায় নেওয়া হয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে বন্দী রয়েছেন তিনি।
নির্বাচনে জালিয়াতির পাশাপাশি দুর্নীতি, ঘুষ গ্রহণসহ তার বিরুদ্ধে নানান অভিযোগ আনে জান্তা সরকার। এ পর্যন্ত বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হলেও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সু চি।
মিয়ানমারের রেডিও ও টেলিভিশনে মঙ্গলবার সাধারণ ক্ষমার বিষয়টি জানানো হয়। তবে পাঁচ মামলায় ক্ষমা পেলেও তাকে এখনও বন্দী থাকতে হবে বলে নিশ্চিত করেছে একটি সূত্র।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, "তিনি গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত হবেন না।"
জানা যায়, পাঁচটি মামলায় তাকে ক্ষমা করা হলেও এখনও আরো ১৪টি মামলা রয়েছে তার রিরুদ্ধে। ফলে তিনি কারামুক্ত হতে পারছেন না।