এবার বড়দের বিশ্বকাপ জিততে চান ছোট তামিম
তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম; বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী দলের চার সদস্য। তরুণ এই চার ক্রিকেটারের জায়গা হয়েছে বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াডে। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপেও বাংলাদেশ দলে জায়গা করে নেওয়ার দুয়ার খোলা তাদের জন্য। ২০২০ সালে ছোটদের শিরোপা তারা ঘরে তুলেছেন, দৃষ্টি এবার তাই বড়দের হয়ে বিশ্বকাপ জেতায়।
বৃহস্পতিবার বাংলাদেশের অনুশীলনের পর সেই লক্ষ্যের কথাই জানালেন তানজিদ। স্বপ্নের কথাটি তিনি একাই বলেছেন, তবে বাকি তিন জনের স্বপ্নও তাই। এই চার ক্রিকেটারের নিজেদের মধ্যে আলোচনার বেশিরভাগ অংশজুড়ে থাকে বড়দের হয়ে বিশ্বকাপ জেতার ব্যাপারটি।
এশিয়া কাপের প্রস্তুতিতে আজসহ চার দিন 'ক্লোজ ডোর' অনুশীলন করেছে বাংলাদেশ দল। আজ অনুশীলনের পর প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তানজিদ। এশিয়া কাপের স্কোয়াডে তারা চারজন আছেন, ব্যাপারটির অনুভূতি জানতে চাওয়া হয় তার কাছে। শুরুতেই বাঁহাতি এই ওপেনার জানিয়ে দেন, যুব বিশ্বকাপ জয়ের অধ্যায় এখন অতীত। এমন আনন্দে আবারও মাততে জিততে বড়দের বিশ্বকাপ।
তানজিদ বলেন, 'আমরা যেটা অর্জন করছি, সেটা তো অতীত এখন। সবার মধ্যে একটাই কথা হয় একটা স্বপ্ন যে, বড়দের হয়ে বিশ্বকাপ জেতা। সবারই যখন দেখা হয়, সামনে যেহেতু বিশ্বকাপ, একটা জিনিসই মাথায় কাজ করে। আমরা এশিয়া কাপ বা যতো টুর্নামেন্টেই খেলি, ব্যাক অব দ্য মাইন্ডে কিন্তু বিশ্বকাপথেকেই যায়। তো ইনশাআল্লাহ চেষ্টা করব এবার। যদি কপালে থাকে, হয়ে যাবে।'
অবসর ভেঙে ফেরার ঘোষণা দিলেও চোটের কারণে এশিয়া কাপে খেলা হচ্ছে না সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। তার জায়গায় বিবেচনা করা হচ্ছে তানজিদকে। এশিয়া কাপের মতো আসর, সঙ্গে আবার দেশসেরা ওপেনারের জায়গায় খেলা; তামজিদের ওপর যে প্রতাশার চাপ থাকবে, সেটা বলাই যায়।
যদিও ২২ বছর বয়সী এই ক্রিকেটার সেভাবে ভাবছেন না। ক্রিকেট খেলাটাই চাপের জানিয়ে তানজিদ বলেন, 'প্রত্যাশার চাপের কথা… প্রফেশনালি ক্রিকেট খেলি। এটাই চাপের খেলা। গেমে অনেক ধরনের সিচুয়েশন থাকে, জিনিসটা যতো তাড়াতাড়ি হ্যান্ডেল করতে পারব, ততো তাড়াতাড়ি আমরা ভালো ক্রিকেট খেলতে পারব।'
তানজিদের মাঝে তরুণ তামিম ইকবালের ছায়া দেখতে পান অনেকেই, কদিন আগে খালেদ মাহমুদ সুজনও এমন মন্তব্য করেছেন। তানজিদের কাছে তামিম আদর্শ, বড় অনুপ্রেরণার জায়গা। বাংলাদেশের অভিজ্ঞ ওপেনারের খেলা দেখেই বড় হওয়ার কথা জানিয়েছেন তিনি। তরুণ এই ব্যাটসম্যান বলেন, 'সত্যি কথা বলতে ছোট বেলায় উনার খেলা দেখেছি, উনার খেলা দেখে বড় হয়েছি।'
'খেলা দেখার অনুপ্রেরণা পেয়েছি যেহেতু উনার নামের সঙ্গে আমার নামের মিল। এই জন্য আরকি ছোট থেকে খেলা দেখা বেশি হয়েছে। উনি আমাদের জন্য আইডল, সবার জন্য। ওনার খেলা দেখে অনেক কিছু শেখার চেষ্টা করি; কীভাবে সবকিছু নিয়ন্ত্রণ করেন, কোন অবস্থায় কীভাবে খেলেন। তো অবশ্যই একটা অনুপ্রেরণা। যখন দেখা হয়, উনার সঙ্গে কথা হয় সব বিষয়ে।'