বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ব্রিটনি স্পিয়ার্স: 'এটা কারও মাথা ঘামানোর বিষয় না'
স্যাম আসগরির সঙ্গে বিচ্ছেদ নিয়ে আলোচনার মধ্যে অবশেষে মুখ খুললেন জনপ্রিয় পপ সংগীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্স। এ বিষয়ে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দেওয়া প্রথম বিবৃতিতে তিনি বলেন, "এটি সত্যিই কারও মাথা ঘামানোর বিষয় নয়।"
শুক্রবার (১৮ আগস্ট) রাতে এক ইনস্টাগ্রাম পোস্টে ব্রিটনি লিখেছেন, "সবাই জানেন, হেস্যাম এবং আমি আর একসঙ্গে নেই… কারো সঙ্গে থাকার জন্য ৬ বছর দীর্ঘ সময়, তাই আমি কিছুটা বিপর্যস্ত। কিন্তু… আমি এখানে কোনো ব্যাখ্যা দিতে চাই না; কারণ এটি সত্যই কারও মাথা ঘামানোর বিষয় নয়।"
পোস্টটিতে ব্রিটনি ১৯৯৩ সালে জেনেট জ্যাকসনের 'ইফ' গানের সঙ্গে নিজের নাচের পারফর্মেন্সের একটি ভিডিও ক্লিপও জুড়ে দিয়েছেন।
পোস্টে তিনি আরও লিখেছেন, "আমি শক্ত থাকার অনেক চেষ্টা করেছি এবং আমার ইনস্টাগ্রামে এর তেমন প্রভাব নাও দেখা যেতে পারে; তবে এটি বাস্তবতা থেকে অনেক বেশি ভিন্ন এবং আমি মনে করি, আমরা সবাই এটি জানি! আমি কেমন বোধ করি, তা নিয়ে আমি আমার আবেগ এবং অশ্রু দেখাতে চাইলেও কিছু কারণে সবসময়ই আমাকে আমার দুর্বলতাগুলোকে লুকিয়ে রাখতে হয়েছে! আমি যদি অতটা শক্ত না হতাম, তাহলে কবেই আমাকে ডাক্তারদের শরণাপন্ন করে দূরে পাঠিয়ে দেওয়া হতো! কিন্তু তখনই আমার পরিবারের সাথে থাকা সবচেয়ে বেশি প্রয়োজন!"
একইসঙ্গে, নিজেকে সামলে নেওয়ার ব্যাপারে ভক্তদেরকে আশ্বাস্ত করেছেন ব্রিটনি। বলেছেন, যতটা সম্ভব ভালো থাকার চেষ্টা করবেন।
এর আগে, বৃহস্পতিবার নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে এক স্টোরিতে স্যাম লেখেন, "পরস্পরের প্রতি ৬ বছরের ভালোবাসা এবং প্রতিশ্রুতির পর আমার স্ত্রী ও আমি আমাদের এ যাত্রা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা একে অপরের প্রতি আমাদের ভালবাসা এবং সম্মান ধরে রাখব এবং আমি তার সর্বদা মঙ্গল কামনা করি।"
২০১৬ সালে ব্রিটনি স্পিয়ার্সের গান 'স্লাম্বার পার্টি'র মিউজিক ভিডিও শ্যুট করার সময় তার ও স্যাম আসগরির প্রথম দেখা হয়। এর কয়েক মাস পরই সম্পর্কে জড়ান তারা। ২০১৭ সালে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে।
ব্রিটনির কনজারভেটরশিপের পুরো সময়টায় আসগরি তার সাথে ছিলেন, তাকে সমর্থন জুগিয়েছেন। ২০২১ সালে ব্রিটনিকে বিয়ের প্রস্তাব দেন তিনি।