'পর্যাপ্ত লবন মজুদ আছে,আতঙ্কের কারণ নেই'
কোরবানির বাড়তি চাহিদা পূরণে সারা দেশের মিলগুলোতে পর্যাপ্ত লবণ মজুদ আছে, এমনকি সম্ভাবনা নেই দাম বাড়ারও। সুতরাং আতঙ্কিত হবার কোন কারণ নেই।
বুধবার (৩১ জুলাই) সাভারে ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল সিটি (ট্যানারি শিল্পনগরী) তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুল হালিম।
তিনি বলেন, সারাবছর দেশে ১ লাখ টন লবণের চাহিদা থাকে। এখন মজুদ আছে ১৮ লাখ টন।
প্রানীসম্পদ মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানের বরাত দিয়ে তিনি বলেন, এবছর কোরবানীতে ৩৫ লক্ষ গরু ও মহিষ এবং ৭২ লক্ষ ছাগল আর ভেড়ার চাহিদা রয়েছে। প্রতিটি গরুর চামড়া সংরক্ষণে লবন লাগে প্রায় ১০ কেজি।
অর্থাৎ দেশে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত লবন মজুদ আছে।
এর আগে সোমবার (২২ জুলাই) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লবণ মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবীর জানান, চামড়া গুণগতমান রক্ষায় প্রয়োজনীয় লবণ সরবরাহ করতে নেয়া হয়েছে প্রস্তুতি। এক্ষেত্রে, ট্যানারি মালিকদের চাহিদামতো দামে লবণ বিক্রির জন্য মিল মালিকরা প্রস্তুত রয়েছেন বলেও দাবি করেন তিনি।
এই সংবাদ সম্মেলনে, বিসিক মিথ্যা তথ্য দিয়ে মানবদেহের জন্য ক্ষতিকারক সোডিয়াম সালফেট আমদানিকে উৎসাহিত করছে বলেও দাবি করে সংগঠনটি। এতে প্রচুর পরিমাণ দেশীয় লবণ অবিক্রীত থাকায় মিলগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান লবণ মিল মালিকরা।