অনেক নাটকীয়তার পর তামিম বাদ, বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ
প্রায় একদিন ধরে অনেক নাটকীয়তার পর বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যাকে ঘিরে নতুন গুঞ্জন তৈরি হয় বাংলাদেশের ক্রিকেটে, ছড়াতে থাকে উৎকণ্ঠা; সেই তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সাকিব আল হাসানের নেতৃত্বে ঘোষণা করা ১৫ সদস্যের দলে জায়গা হয়েছে অনেকদিন ধরে আলোচনায় থাকা মাহমুদউল্লাহ রিয়াদ। মঙ্গলবার বিজ্ঞপ্তি ও ফেসবুক পেজে দল ঘোষণা করে বিসিবি।
ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য দল ঘোষণার শেষ সময় ২৮ সেপ্টেম্বর। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, ২৫-২৬ সেপ্টেম্বর দল দেওয়া হবে। কিন্তু ২৫ তারিখ দল ঘোষণা করা হয়নি, উল্টো অনেক ঘটনা জন্ম নিয়েছে। মধ্যরাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তার বাসায় বৈঠক করেন অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে।
আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল সাবেক ওয়ানডে অধিনায়ক তামিমকে স্কোয়াডে রাখা না রাখা নিয়ে। ওই বৈঠকে নিজেদের মতামত জানিয়ে আসেন সাকিব ও হাথুরুসিংহে। জানা গেছে, পুরোপুরি ফিট না থাকায় তামিমকে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়ার বিপক্ষে এ দুজন। কিন্তু তাদের মতামতকে পুঁজি করে সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি নাজমুল হাসান পাপন।
মঙ্গলবার দুপুরে মাশরাফি বিন মুর্তজার দ্বারস্থ হন তিনি। সাবেক এই অধিনায়ক বিসিবি কার্যালয়ে এসে বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করেন, যেখানে নির্বাচকরা ছাড়াও বিসিবির কয়েকজন পরিচালক ছিলেন। যে দুজন আলোচনার কেন্দ্রবিন্দুতে, সেই সাকিব-তামিমের সঙ্গেও কথা বলেন মাশরাফি। কিন্তু মাশরাফির অংশগ্রহণের আলোচনারও সুফল মেলেনি। শেষ পর্যন্ত তামিমকে বাদ দিয়েই দল ঘোষণা করা হয়। বিশ্বকাপে অংশ নিতে ২৭ সেপ্টেম্বর ভারত যাবে বাংলাদেশ, আগের দিন দেওয়া হলো দল।
মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডেতে পরীক্ষা নিরীক্ষার পর বিশ্বকাপের দল চূড়ান্ত করা হয়। সিরিজটি মাহমুদউল্লাহর জন্য ছিল 'বিরাট' পরীক্ষার। প্রথম দুই ওয়ানডের পারফরম্যান্সের ওপর নির্ভর করছিল তার বিশ্বকাপ ভাগ্য।
প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে যায়। ওই ম্যাচে ৪ ওভার বোলিং করে উইকেটশূন্য থাকা অভিজ্ঞ এই ক্রিকেটার ব্যাটিংয়ের সুযোগ পাননি। নিউজিল্যান্ডের ইনিংস শেষ হওয়ার আগেই ম্যাচটি পরিত্যক্ত হয়। দ্বিতীয় ওয়ানডেতে দল হারলেও মাহমুদউল্লাহ ব্যাট হাতে দায়িত্বশীল ছিলেন, ৭৬ বলে ৪টি চার ও একটি ছক্কায় করেন ৪৯ রান। এই ইনিংসটি বিশ্বকাপ দলে জায়গা করে নিতে সহায়ক হিসেবে কাজ করেছে তার জন্য।
শেখ মেহেদি হাসান নাকি নাসুম আহমেদ, এ নিয়েও আলোচনা ছিল। তবে দুজনকে স্কোয়াডে নেওয়া হয়েছে। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা নাজমুল হোসেন শান্তকে করা হয়েছে সহ-অধিনায়ক। স্বপ্নের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী দলের তিন সদস্য, তারা হলেন শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব। স্কোয়াডে পাঁচজন পেসার নেয়া হয়েছে। শরিফুল ও তানজিম সাকিব ছাড়া বাকি তিন পেসার হলেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
বিশ্বকাপ স্কোয়াডে বিবেচনা করে নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্য সরকারকে সুযোগ দিলেও তিনি তা কাজে লাগাতে পারেননি। কিউইদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাজেভাবে আউট হওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি। আস্থা না পাওয়ায় বিশ্বকাপের মতো আসরের দলে তাকে যুক্ত করা হয়নি।
বাংলাদেশের বিশ্বকাপ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।