‘পাঁচটার বেশি ম্যাচ খেলতে পারব না, এটা কোনো সময় বলিনি’
গত জুলাইয়ে হঠাৎ করে নেওয়া অবসরের সিদ্ধান্ত থেকে ফিরলেও ছুটিতে থাকেন তামিম ইকবাল। কদিন পরই ওয়ানডে অধিনায়কত্ব ছাড়া অভিজ্ঞ এই ক্রিকেটারের পরের চ্যালেঞ্জ ছিল চোট কাটিয়ে ওঠা। চিকিৎসা নিতে ইংল্যান্ডে যেতে হয় তাকে, সেখানে ব্যথানাশক ইনজেকশন পর্যন্ত নিতে হয় তামিমকে। দেশে ফিরে পুনর্বাসনের পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফেরেন দেশসেরা এই ওপেনার।
কিউইদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪৪ রানের ইনিংস খেলে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার কথা জানান তামিম। তবে পিঠে যে অস্বস্তি আছে, সেটা লুকাননি তিনি। এখান থেকেই হয়তো ঘটনার শুরু। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসে, বিশ্বকাপে পাঁচটির বেশি ম্যাচ খেলতে চান না তামিম। আর এই প্রস্তাবে নাখোশ অধিনায়ক সাকিব আল হাসান তাকে দলেই চান না।
ফিজিওর পরামর্শে বিসিবির নির্বাচকদের পাঁচটি ম্যাচ খেলার বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন হিসেবে দাবি করেছেন তামিম। বুধবার ১২টার দিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তামিম ঘোষণা দেন, বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে বাংলাদেশ দল দেশ ছাড়ার পর গত কয়েক দিনের ঘটনা তার ভক্তদের জানাবেন তিনি।
ঘোষণা মাফিক ১২ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন তামিম। অনেক বিষয় নিয়েই তিনি কথা বলেছেন, এর মধ্যে একটি পাঁচ ম্যাচ খেলার বিষয়টি। বাঁহাতি এই ওপেনার এই তথ্যকে মিথ্যা দাবি করে বলেন, 'প্রথম ম্যাচের পরও ব্যথা অনুভব করেছি। যখন খেলা শেষ হলো, আমার অবস্থান ফিজিওকে বললাম যে আমি কেমন বোধ করছি। ঠিক ওই মুহূর্তে তিনজন নির্বাচক ড্রেসিংরুমে আসেন। একটা জিনিস পরিষ্কার করতে চাই, আমি কোনো সময়, কোনো মুহূর্তে কাউকে কোনো সময় বলি নাই আমি পাঁচটা ম্যাচের বেশি খেলতে পারব না।'
'আমি নিশ্চিত, গতকাল নান্নু ভাইও পরিষ্কার করেছেন। এটা মিথ্যা কথা, ভুল কথা। আমি জানি না এটা কীভাবে মিডিয়ায় ফিড করা হয়েছে বা কে করেছে। এটা একেবারে ভুল। যেটা নির্বাচকদের বলেছিলাম, আমার শরীর এখন এমনই থাকবে, ব্যথা থাকবে। দল যখন নির্বাচন করবেন, এটা মাথায় রেখে করবেন। এটার কারণ আছে। আমি কোনো বিতর্ক তৈরি করতে চাই নাই। এই কারণে আমি আমার তরফ থেকে ফুল অনেস্টলি সিলেক্টরদের এটাই বলেছি, যে আপনারা জিনিসটা মাথায় রেখে সিলেক্ট করবেন।' যোগ করেন তামিম।
বিশ্বকাপে না যাওয়ার পেছনে এই মিথ্যা তথ্যটির অবদান আছে বলে মনে করেন তামিম, 'কোনো জায়গায় বলা হয়নি পাঁচ ম্যাচ-দুই ম্যাচ, ইনজুরি, খেলতে পারব না এতোকিছু। হ্যাঁ আমার শরীরে ব্যথা ছিল, যেটা অস্বীকার করছি না। বেসিক্যালি এটা হয়েছে। তারপর যেটা ঘটেছে, আমার কাছে যেটা মনে হয় মিডিয়াতে যেটা এসেছে ইনজুরি, পাঁচ ম্যাচ..আমার কাছে মনে হয় বিশ্বকাপে না যাওয়ার পেছনে এটার বড় অবদান ছিল। কারণ আমি যেহেতু ইনজুরড হইনি এখনও, ব্যথা থাকতে পারে কিন্তু ইনজুরড হইনি এখনও।'