হামাসের সদস্য ও আর্থিক সহায়তাকারী ১০ জনকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
মার্কিন ট্রেজারি বিভাগ বুধবার (১৮ অক্টোবর) ১০ হামাস সদস্য, অপারেটিভ, এবং আর্থিক সহায়তাকারীর ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এদের মধ্যে হামাসের একজন শীর্ষ কমান্ডারও রয়েছেন।
মার্কিন সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, নতুন নিষেধাজ্ঞায় সুদান, তুরস্ক, আলজেরিয়া এবং কাতারসহ গাজা ও অন্যত্র অবস্থিত ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়েছে।
ট্রেজারি বিভাগের সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এক বিবৃতিতে বলেন, 'শিশুসহ ইসরায়েলি বেসামরিক নাগরিকদের নৃশংস ও অকল্পনীয় বেপরোয়া হত্যাকাণ্ডের পর হামাসের অর্থদাতা এবং সহায়তাকারীদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র দ্রুত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিচ্ছে।'
গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলের অভ্যন্তরে আচমকা হামলা চালায়। এতে ১,৪০০ জন নিহত হন।
এরপর ইসরায়েল যুদ্ধ ঘোষণা করে পালটা প্রতিশোধমূলক হামলা শুরু করে। হামাসের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলের হামলা শুরু করার পর থেকে গাজায় এখন পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছেন।
বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল সফরে যান। তারই মধ্যে এ নিষেধাজ্ঞা দেওয়া হলো।
ইয়েলেন আরও বলেন, 'সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নকে কার্যকরভাবে ব্যাহত করার দীর্ঘ ইতিহাস রয়েছে মার্কিন ট্রেজারির এবং আমরা হামাসের বিরুদ্ধে আমাদের হাতিয়ার ব্যবহার করতে দ্বিধা করব না।'
তিনি বলেন 'নৃশংসতা' চালানোর জন্য হামাসের তহবিল সংগ্রহের সক্ষমতা রোধ করতে ওয়াশিংটন 'প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে'।
যুক্তরাষ্ট্র এর আগে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।