'বাংলাদেশের বিপক্ষে আমাদের হারা উচিত হয়নি'
বিশ্বকাপে রূপকথা লিখেই চলেছে আফগানিস্তান। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের পর গতকাল পাকিস্তানকেও হারিয়েছে তারা। দুটি জয়ই এসেছে বড় ব্যবধানে। তাই এই জয়গুলোকে অঘটন বলতে নারাজ অনেকেই।
পাঁচ ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট তালিকার ছয় নাম্বারে আছে আফগানিস্তান। পাঁচে থাকা পাকিস্তান ও চারে থাকা অস্ট্রেলিয়ার জয়ও আফগানিস্তানের সমান দুটি করে।
আফগানিস্তান বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশের কাছে হেরে। সে ম্যাচটি হারা উচিত হয়নি বলে মনে করেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। প্রথম ম্যাচে জিতলে এখন সেরা চারে থাকতেন গুরবাজ-রশিদরা।
ধর্মশালার বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আগে ব্যাটিং করে মোটামুটি ভালো একটা শুরুর পরেও আফগান ব্যাটসম্যান লাইনআপ ধ্বসে পড়েছিল। ১৫৬ রানে গুটিয়ে গিয়ে ম্যাচটা হেরেছিল ৬ উইকেটে।
গতকাল পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের প্রথম জয়টি তুলে নিয়ে নবীর খুব করেই মনে হলো বাংলাদেশের ম্যাচটির কথা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে সেই আক্ষেপের কথা আফগানিস্তানের অভিজ্ঞতম এই ক্রিকেটার জানালেন অকপটেই, 'বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি আমাদের হারা মোটেও উচিত হয়নি।'
পাকিস্তানের বিপক্ষে জয় আফগানিস্তানের জন্য অনেক বড় অর্জনই মনে করেন নবী, 'আফগানিস্তানের জন্য এটি বিশাল এক মুহূর্ত। বিরাট অর্জন। আমরা পাকিস্তানের বিপক্ষে আটটি ম্যাচ খেলার পর এই প্রথম জিতলাম। বিশ্বকাপে ইংল্যান্ডকেও হারালাম। আমাদের দল এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। পাকিস্তানের সঙ্গে এর আগে কয়েকটি ম্যাচ আমরা জিততে জিততে হেরে গেছি। তাই এবার জিতে খুব ভালো লাগছে।'