ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরলেন সাকিব
দারুণ জয়ে শুরু করার পর বিশ্বকাপে ভালো সময় যায়নি বাংলাদেশের। টানা তিন হারে বিশ্বকাপ স্বপ্ন ধূসর হয়ে উঠেছে তাদের। সেমি-ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে পরবর্তী পাঁচ ম্যাচই সমান গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এমন সময়ে বাংলাদেশকে মুখোমুখি হতে হচ্ছে দুর্বার ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার।
চার ম্যাচে তিন জয় তুলে নেওয়া প্রোটিয়াদের বিপক্ষে টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। ম্যাচটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে।
বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। বাঁ ঊরুর চোট কাটিয়ে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান, বাদ পড়েছেন তাওহিদ হৃদয়। চোটের কারণে খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। দক্ষিণ আফ্রিকার একাদশেও একটি পরিবর্তন এসেছে। চোটের কারণে খেলছেন না পেসার লুঙ্গি এনগিডি, তার জায়গায় সুযোগ পেয়েছেন লিজাড উইলিয়ামস। পেটের পীড়ার কারণে এই ম্যাচেও ফেরা হয়নি অধিনায়ক টেম্বা বাভুমার। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন এইডেন মার্করাম।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ছেড়ে কথা বলে না বাংলাদেশ। ২০০৩ থেকে বিশ্বকাপে প্রোটিয়াদের সঙ্গে চারবার দেখা হয়েছে বাংলাদেশের। এর মধ্যে দুই দলই সমান দুটি করে ম্যাচ জিতেছে। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারায় বাংলাদেশ। ওয়ানডেতে ২৪ সাক্ষাতে বাংলাদেশের জয় ৬টি, বাকি ১৮ ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেনড্রিক্স, রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েটজে, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লিজাড উইলিয়ামস।