টিকে থাকার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে মাঝারি লক্ষ্য দিল পাকিস্তান
আগে ব্যাটিং করলে দক্ষিণ আফ্রিকার ভয়ঙ্কর রূপের কথা জানেন বলেই কিনা টস জিতে ফিল্ডিং নেওয়ার ভুলটা করলেন না বাবর আজম। নয়তো পাকিস্তানের শক্তিও যেখানে তাড়া করা, সেখানে অন্য দল হলে হয়তো ফিল্ডিংটাই বেছে নিতেন তিনি।
নিজেদের টিকিয়ে রাখার ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করে ২৭০ রানে অলআউট হয়েছে পাকিস্তান। তবে পুরো ৫০ ওভার খেলতে পারেনি তারা। ৪৬.৪ ওভার খেলেই সবগুলো উইকেট হারিয়েছে বাবর আজমের দল।
স্কোর খুব বড় না হলেও বোলারদের লড়াই করার মতো পুঁজি দিয়েছেন ব্যাটসম্যানরা। দক্ষিণ আফ্রিকার রান তাড়া করে জয়ের রেকর্ড খুব একটা ভালো নয়। যার কারণে আরেকটু আত্মবিশ্বাসী হতেই পারেন শাহিন আফ্রিদি-হারিস রউফরা।
পাকিস্তান দলের তিনজন ব্যাটসম্যান ভালো শুরু করেও বড় ইনিংস গড়তে পারেননি। অধিনায়ক বাবর আজম ৬৫ বলে চারটি চার ও একটি ছয়ে করেছেন ৫০ রান। ইনিংস সর্বোচ্চ ৫২ বলে ৫২ রান করেছেন সউদ শাকিল, সাতটি চার মেরেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এছাড়া শাদাব খান করেছেন ৩৬ বলে ৪৩ রান, তিনটি চার ও দুটি ছয় ছিলো তার ইনিংসের। নাওয়াজের ব্যাট থেকে এসেছে ২৪ বলে ২৪ রান।
দক্ষিণ আফ্রিকার হয়ে বাঁহাতি স্পিনার তাবরাইজ শামসি ৬০ রান খরচায় নিয়েছেন চার উইকেট। ৪৩ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন মার্কো ইয়ানসেন। দুটি উইকেট শিকার করেছেন জেরার্ল্ড কোয়েটজে।