নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী একজন 'গ্লোবাল স্টার': মোমেন
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য 'ইন্টারন্যাশনাল কনফারেন্স অন উইমেন ইন ইসলামে' যোগ দিতে ৫ নভেম্বর সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সাধারণ সচিবালয়ের সঙ্গে সমন্বয় করে সৌদি আরব ৬-৮ নভেম্বর এই সম্মেলনের আয়োজন করছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী ৫ নভেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে মদিনা যাবেন। তিনি মদিনা থেকে ট্রেনে জেদ্দা যাবেন এবং ৬ নভেম্বর সন্ধ্যায় সম্মেলনে যোগ দেবেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এরপর তিনি মক্কা সফর করবেন এবং সেখানে ওমরাহ পালন করবেন। ৭ নভেম্বর আরেকটি বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। বিষয়গুলো চূড়ান্ত করা হচ্ছে।
এক কর্মকর্তা বার্তা সংস্থা ইউএনবিকে জানান, সৌদি আরবও ওআইসি সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে।
মোমেন বলেন, সফরকালে ওআইসি মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা, ইরানের ভাইস প্রেসিডেন্ট ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
ইতোমধ্যেই বাংলাদেশ নারী ও শিশুসহ নিরপরাধ বেসামরিক নাগরিকদের হত্যার তীব্র নিন্দা জানিয়েছে এবং ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংসতা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে। ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশ তার অবস্থান পুনর্ব্যক্ত করতে পারে।
সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে মোমেন বলেন, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী একজন 'স্টার' এবং তার প্রচেষ্টার জন্য তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন।
তিনি বলেন, তিনি প্রতিটি সেক্টরে নারীর অংশগ্রহণ ছাড়াও তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়ন করেছেন।