খেলবেন না নেইমার, যুদ্ধ করে কেনা টিকেট বিক্রি করতে চান সমর্থকরা
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল-হিলারের বিপক্ষে মুম্বাই সিটি এফসির ম্যাচটির টিকেট কাটার জন্য মাত্র পাঁচ মিনিটে প্রায় ২২ হাজার মানুষ প্রি-রেজিস্টার করেছিলেন। ৩৩ মিনিটের মধ্যে যা পৌঁছায় ৫৫ হাজারে। মুম্বাইয়ে এর আগে কোনো ফুটবল ম্যাচের জন্য এত আগ্রহ দেখা যায়নি দর্শকদের মাঝে।
তা এই ম্যাচের জন্য মুম্বাইয়ের মানুষের এত আগ্রহের কারণ কী? কারণ নেইমার। ব্রাজিলিয়ান তারকা যে এখন খেলেন সৌদি আরবের ক্লাব আল-হিলালে। আর সেই হিলালের বিপক্ষেই এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি।
ভারতে প্রথমবারের মতো খেলবেন নেইমার, সেটিও প্রতিযোগিতামূলক ম্যাচ। এমন সুযোগ চোখের সামনে পেয়েও কে ছাড়তে চায়! সেজন্যই ম্যাচের টিকেট নিয়ে চরম উদ্দীপনা কাজ করছিল ভারতীয় ফুটবল সমর্থকদের মাঝে। এখন সেই উদ্দীপনাই বুমেরাং হয়ে ফিরে এসেছে তাদের জন্য। বহু দামে কেনা টিকেট তারা বিক্রি করতে চাচ্ছেন অর্ধেকেরও কম দামে!
কারণ নেইমারই যে থাকছেন না এই ম্যাচে। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়ে চোটে পান ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড। যার কারণে অস্ত্রোপচারও করতে হয়েছে তাকে। আগামী আট থেকে দশ মাস মাঠের বাইরে থাকবেন ব্রাজিলের ইতিহাসের সেরা এই গোলদাতা।
যেখানে নেইমারই থাকছেন না, সেখানে খেলা দেখতে আসার মানেই হয় না- এমনটাই হয়তো ভাবছেন টিকেট কেনা সমর্থকরা। ৩৮ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামের টিকেট বিক্রি হয়েছে ৩০ হাজার। যারা দূর-দূরান্ত থেকে টিকেট কেটেছেন, তারা খেলা দেখতে আসবেন কি না সেটি নিয়ে দ্বিতীয়বার ভাবছেন।