অস্থিরতায় ক্রিকেট অস্ট্রেলিয়া
করোনাভাইরাসে সৃষ্ট অবস্থা সামাল দিতে গিয়ে এলোমেলো হয়ে পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। মঙ্গলবার পদত্যাগ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন বরার্টস। এবার ঘোষণা এলো কর্মী ছাঁটাইয়ের। আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে ৪০জন কর্মীকে ছাঁটাই করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
কেবল কর্মী ছাঁটাই করেই হচ্ছে না, নির্বাহী পর্যায়ে বেতন কাটারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরচেয়েও বড় খবর, দলের ব্যাটিং কোচ গ্রায়েম হিকও চাকরি হারিয়েছেন। যদিও ব্যাটিং কোচের ছাঁটাইয়ের ব্যাপারটি এখনও খোলাসা করা হয়নি। কিন্তু দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ছাঁটাইয়ের তালিকায় আছেন তিনিও।
কঠিন এই অবস্থা সামাল দিতে আরও কয়েকটি পদক্ষেপ নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নিচু পর্যায়ের এবং বয়সভিত্তিক দলগুলোর সফর আপাতত স্থগিত করা হয়েছে।
৪০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বাঁচাতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এটাও জানানো হয়েছে, এসব পদক্ষেপ স্থায়ী নয়। বর্তমান পরিস্থিতি সামাল দিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস এক ভিডিও কলে সাংবাদিকদের বলেছেন, 'অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে। কিন্তু আজকের মতো এতো স্টাফ যখন হারাতে হয়, এটা খুবই দুঃখজনক। যদিও তাদের কোনো দোষ ছিল না।'
ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আরও বলেন, 'এটা এমন এক সঙ্কট, যা সবাইকে আঘাত করেছে। ৪০ জন ভালো মানুষকে হারানো হৃদয় ভঙার মতো ব্যাপার। এই সিদ্ধান্ত নেওয়া খুবই, খুবই কঠিন ছিল। তাদেরকে বিদায় বলা আসলেই খুব কঠিন ছিল।'
বয়সভিত্তিক সফর স্থগিত করা হলেও শেফিল্ড শিল্ড বা নারীদের জাতীয় ক্রিকেট লিগের মতো টুর্নামেন্টগুলো চালু থাকবে। অনূর্ধ্ব-১৯ পুরুষ ও নারী দলের ক্রিকেট কার্যক্রমও চালু থাকবে বলে জানানো হয়েছে।