অস্ত্র মামলায় জি কে শামীমের জামিন স্থগিত
অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
জামিন স্থগিত চেয়ে সরকারপক্ষের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
এর আগে গত ১৩ ডিসেম্বর এাই মামলায় বিচারিক আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জি কে শামীমকে জামিন দেন হাইকোর্ট।
বিচারপতি এস.এম. আবদুল মোবিন ও বিচারপতি মাহমুদ হোসেন তালুকদারের হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন।
বিচার শুরুর আড়াই বছরের মাথায় গত বছরের ২৫ সেপ্টেম্বর ঢাকার ৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম জি কে শামীম এবং তার সাত দেহরক্ষীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।
ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালে গ্রেপ্তার হওয়ার পর শামীমের বিরুদ্ধে এই মামলা করা হয়। তিনি এখনও কারাগারে রয়েছেন।
এই মামলার অভিযোগপত্রে বলা হয়, জি কে শামীম একজন চিহ্নিত 'চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ মাদক এবং জুয়া ব্যবসায়ী' হিসেবে পরিচিত। তার অস্ত্রের লাইসেন্স থাকলেও তিনি শর্ত ভঙ্গ করে তা অবৈধ কাজে ব্যবহার করে আসছিলেন।
শামীমের দেহরক্ষীদের উচ্চ বেতনভোগী 'দুষ্কর্মের সহযোগী' হিসেবে বর্ণনা করে অভিযোগপত্রে বলা হয়, 'তারা অস্ত্রের লাইসেন্সের শর্ত ভঙ্গ করে প্রকাশ্যে অস্ত্রশস্ত্র বহন ও প্রদর্শন করেছেন। এর মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টি করে বিভিন্ন বড় বড় টেন্ডারবাজি, মাদক ব্যবসাসহ স্থানীয় বাস টার্মিনাল ও গরুর হাট-বাজারে চাঁদাবাজি করে আসছিলেন।'