ভোটের আয়োজন নিয়ে সন্তুষ্ট কমনওয়েলথের প্রতিনিধিরা: ইসি
কমনওয়েলথের প্রতিনিধিদের সঙ্গে সভাশেষে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ইসির ভোট আয়োজন নিয়ে সন্তুষ্ট কমনওয়েলথের প্রতিনিধিরা।
শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে করে ইসি। কমনওয়েলথের পক্ষে ছয় সদস্যের একটি দল অংশ নেয়।
সভাশেষে ইসি'র অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদেন বলেন, কমনওয়েলথের ছয় সদস্যের প্রতিনিধির সঙ্গে আমরা বৈঠক করেছি। তাদের জানার কিছু বিষয় ছিল, তা আমরা জানিয়েছি।'
তিনি আরও বলেন, 'তারা ভোটের প্রক্রিয়া ও চ্যালেঞ্জের বিষয়ে জানতে চেয়েছেন। ভোটারদের অংশগ্রহণে চ্যালেঞ্জ আছে কি না কমনওয়েলথ জানতে চেয়েছে।
'আমরা বলেছি ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, তাদের মনে যেন কোনো ভীতি না থাকে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মাঠে আছেন। এতে আশ্বস্ত হয়েছেন কমনওয়েলথ সদস্যরা।'
ইসির ভোট আয়োজন নিয়েও তারা সম্পূর্ণ সন্তুষ্ট বলে জানিয়েছেন অশোক কুমার দেবনাথ।
'প্রতিনিধিরা তাদের নিরাপত্তা নিয়েও কোনো ধরনের আশঙ্কা করছেন না। সিকিউরিটি নিয়েও তারা স্যাটিসফায়েড (সন্তুষ্ট),' বলেন অতিরিক্ত সচিব।
তাদের সঙ্গে বিএনপির ভোটবিরোধী কর্মসূচি ও হরতাল প্রসঙ্গে কোনো কথা হয়েছে কি না জানতে চাইলে অশোক কুমার বলেন, এ বিষয়ে কোনো কথা হয়নি।
নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বৈঠকটির সভাপতিত্ব করেন।
এদিকে কমনওয়েলথের প্রতিনিধিরা মিডিয়ার সঙ্গে কথা বলতে রাজি হননি। প্রতিনিধিদলের সদস্যরা হলেন জামাইকার সাবেক প্রধানমন্ত্রী এইচই অরিত্রি ব্রুস গোল্ডিং, ক্যামেরুনের সাবেক চেয়ারম্যান ইলেকশন কমিশনার ড. সামিউল আজিউ ফনকাম, নাইজেরিয়ার সাবেক চেয়ারম্যান অভ ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল ইলেকট্রোরাল কমিশন অধ্যাপক আত্তাহিরু মোহাম্মদ জেগে।
দলের অন্যান্য সদস্যরা হলেন কলোম্বো বিশ্ববিদ্যালয়ের পাবলিক ও আন্তর্জাতিক আইনের অধ্যাপক ওয়ালিগমা ভিদানা আরচেঙ্গা ডেনিস, কমনওয়েলথের গভর্নেন্স অ্যান্ড পিচ ডাইরেক্টোরেটের অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার সার্থক রায়, গভর্নেন্স অ্যান্ড পিচ ডাইরেক্টোরেটের ইলেকটোরাল সাপোর্ট উপদেষ্টা ও প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুস।
একইদিন পরে ইসি ভবনে ওআইসি'র নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে কমিশন।
বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব গণমাধ্যমকে জানান, ওআইসির সঙ্গে আলোচনা কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার মতোই ছিল।
এদিকে এক প্রশ্নের জবাবে ওআইসি প্রতিনিধি দলের নির্বাচনী ইউনিটের প্রধান শাকির মাহমুদ বন্দর বলেন, 'ওআইসিকে এ নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানানোর জন্য আমরা বাংলাদেশের নির্বাচন কমিশন এবং সরকারকে ধন্যবাদ জানাতে চাই।
'আমরা ওআইসিতে সক্রিয় ভূমিকার জন্য বাংলাদেশকে অভিনন্দন জানাই। এ নির্বাচনে বাংলাদেশি জনগণকে সাহায্য ও সমর্থন করার জন্য আমরা এখানে নির্বাচনকালীন বিদেশি পর্যবেক্ষক হিসেবে আছি এবং আমরা একটি স্বচ্ছ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি।'