রাশিয়ার জন্য ওয়াগনারের নতুন ভূমিকা কী হবে, জানালেন কমান্ডার
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার (৭ ফেব্রুয়ারি) জানিয়েছে, সম্প্রতি এক ভিডিওবার্তায় ওয়াগনার গ্রুপের নতুন কমান্ডার 'পরোক্ষভাবে' নিশ্চিত করেছেন প্যারামিলিটারি বাহিনীটি রাশিয়ার ন্যাশনাল গার্ডের সঙ্গে একীভূত হয়েছে।
ওয়াগনারের প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যুর পর এ প্রথম প্রকাশিত কোনো ভিডিওতে মার্সেনারি এ বাহিনীর নতুন দলনেতা অ্যান্টন ইয়েলিজারভকে দেখা গেল। সেখানে তিনি আরও বলেছেন, ওয়াগনারের জন্য নতুন একটি সদরদপ্তর তৈরি করা হচ্ছে।
ইউক্রেনে রাশিয়ান বাহিনীর অগ্রগতি মুখ থুবড়ে পড়ার পর রঙ্গমঞ্চে পরাক্রমশালী হয়ে আবির্ভূত হয় ওয়াগনার। ২০২২ সালের শেষের দিকে রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে সাফল্য পায় বাহিনীটি। বাখমুতে এক পর্যায়ে সর্ববৃহৎ রুশবাহিনীতে পরিণত হয় এটি।
তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে প্রিগোজিনের সম্পর্ক দা-কুমড়ার মতো ছিল। একটা সময় তিনি দাবি করেন, ইউক্রেনে তার বাহিনীর ওপর আক্রমণ চালিয়েছিল রুশ সেনারা। ২০২৩ সালের জুন মাসে প্রিগোজিন স্বল্পসময়ের জন্য মস্কোর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন।
ওই বিদ্রোহ দ্রুত শেষ হলেও মাস দুয়েক পরে প্রিগোজিন এক বিমান দুর্ঘটনায় মারা যান। পশ্চিমা অনেক পর্যবেক্ষক প্রিগোজিনের মৃত্যুর পেছনে ক্রেমলিনের হাত আছে বলে ধারণা করেছিলেন।
ইয়েলিজারভ 'লোটস' নামেও পরিচিত। প্রিগোজিনের মৃত্যুর পর তিনি ওয়াগনার অফিসারদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ হয়ে যান। তাকে পোড় খাওয়া যোদ্ধা হিসেবেও মানেন অনেকে। ২০২৩ সালের জানুয়ারিতে বাখমুতের কাছে সোলেদার শহর দখলের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা দপ্তর বুধবার এর এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে জানিয়েছে, ওই ভিডিওতে ইয়েলিজারভ ওয়াগনারের নতুন হেডকোয়ার্টারের অবস্থান হিসেবে কারাশি লাগেরি 'কোসাক ক্যাম্পস'-এর কথা উল্লেখ করেছেন। এটি দক্ষিণ রাশিয়ার রোস্তভে রাশিয়ার ১৫০ মোটর রাইফেল ডিভিশনের ব্যারাকের সঙ্গে অবস্থিত বলে প্রায় নিশ্চিত প্রতিরক্ষা দপ্তর।
ব্রিটিশ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, 'ইয়েলিজারভ দাবি করেছেন, ওয়াগনারের নতুন এ ঘাঁটিতে অবস্থান করবেন রাশিয়ান ন্যাশনাল গার্ড-এর নতুন ভলিন্টিয়ার কোর।'
ব্রিটিশ গোয়েন্দাতথ্য অনুযায়ী, রুশ ন্যাশনাল গার্ড 'অভিজ্ঞ' ওয়াগনার যোদ্ধাদের নিয়ে নতুন একটি দল গঠন করতে পারে যাদের 'ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ-প্রচেষ্টাকে শক্তিশালী করতে ও আফ্রিকায় রাশিয়ার প্রভাব বিস্তারে' ব্যবহার করা হবে।