‘দিল সে’ সিনেমায় মেকআপ ছাড়াই প্রীতিকে ক্যামেরাবন্দি করেন পরিচালক মনি রত্নম!
বলিউড তারকা প্রীতি জিনতা ক্যারিয়ারে বহু ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন। যদিও বর্তমানে সিনেমা জগত থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়েই রেখেছেন তিনি।
গত বৃহস্পতিবার এক ইন্সটাগ্রাম পোস্টে প্রীতি নিজের প্রথম সিনেমা 'দিল সে'-এর স্মৃতিচারণ করেন। যেখানে সিনেমার পরিচালক মণি রত্নম ক্লোজ-আপ শট নেওয়ার আগে মুখ ধুয়ে সকল মেকআপ মুছে ফেলতে বলেছিলেন।
শাহরুখ খানের বিপরীতে অভিনয় করা সিনেমাটিতে ঐ ক্লোজ-আপ শটের একটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন প্রীতি। ঐ ছবির ক্যাপশনে তিনি লিখেন, "এই ছবিটি প্রথম দিন 'দিল সে'-এর সেটে তোলা। আমি মণি রত্নম স্যার ও শাহরুখ খানের সাথে কাজ করতে পারার সুযোগে বেশ উচ্ছ্বাসিত ছিলাম। স্যার আমাকে দেখে মুচকি হেসে বিনয়ের সাথে মুখ ধুয়ে আসতে বললেন।"
জবাবে হাসিমুখে প্রীতি বলেন, "কিন্তু স্যার, আমার মেক-আপ যে এতে করে মুছে যাবে।" এই কথা শুনে পালটা হাসি দিয়ে পরিচালক বলেন, "আমি তো এটাই চাই। যাও, মুখটা ধুয়ে আসো।"
সেই সুন্দর মুহূর্তের কথা স্মরণ করতে গিয়ে প্রীতি বলেন, "আমি প্রথমে ভেবেছিলেন, পরিচালক স্যার হয়ত মজা করছেন। পরবর্তীতে আমি বুঝেছিলাম যে, না, তিনি সত্যি সত্যিই বলছেন। এক্ষেত্রে সান্তোস শিভামকে (ফটোগ্রাফি ডিরেক্টর) ধন্যবাদ। আমি একজন মুখ ধুয়ে ফ্রেশ লুকে ক্যামেরাবন্দি হই। যেন অনেকটা মন থেকেই (দিল সে) ক্যামেরায় ধারণ করেছিলেন ঐ চিত্রগ্রাহক।"
২০১৬ সালে প্রীতি জিন গুডএনাফকে বিয়ে করে লস এঞ্জেলসে পাড়ি জমান। তবে তিনি প্রায়শই নিজ দেশ ভারত ভ্রমণ করে থাকেন।
এই পোস্টের একদিন আগে প্রীতি নিজের দুই সন্তান গিয়া ও জয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করেছিলেন। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে তিনি জমজ দুই সন্তানের জন্ম দেন।
'সালাম নামাস্তে', 'কাল হো না হো', 'ভিড় জারা', 'দিল চাহতা হে'-এর মতো বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন প্রীতি। যার ফলে কোটি কোটি দর্শকের হৃদয়ে এখনো তিনি বলিউডের অন্যতম অভিনেত্রী।
অনুবাদ: মোঃ রাফিজ খান