ফাইনাল পাতানোর অভিযোগ তদন্তে ডি সিলভাকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভারতের বিপক্ষে ২০১১ বিশ্বকাপ ফাইনালটি ছেড়ে দিয়েছিল শ্রীলঙ্কা; এমন অভিযোগে গরম বাতাস বইছে শ্রীলঙ্কার ক্রিকেটে। ৯ বছর আগের ম্যাচটিতে আসলেই কিছু ঘটেছে কিনা, সেটা জানতে তদন্ত শুরু করেছে লঙ্কান পুলিশের ইন্ডিপেনডেন্ট স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট।
এরই অংশ হিসেবে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও ২০১১ বিশ্বকাপে প্রধান নির্বাচকের দায়িত্বে থাকা অরবিন্দ ডি সিলভাকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে লঙ্কান পুলিশ। মঙ্গলবার কলম্বোতে লঙ্কান এই কিংবদন্তি ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা হয়।
২০১১ বিশ্বকাপে কুমার সাঙ্গাকারার নেতৃত্বে দারুণ ছন্দে ছিল শ্রীলঙ্কা। শেষ চারে নিউজল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে শ্রীলঙ্কা। দারুণ ছন্দে থাকলেও উইনিং কম্বিনেশন ভেঙে ফাইনালে একাদশে চারটি পরিবর্তন আনে লঙ্কানরা।
জয়ের ধারায় থাকার পরও ফাইনালের মতো ম্যাচে একাদশে চারটি পরিবর্তন দেখে সে সময়ই অনেকে বিস্ময় প্রকাশ করেছিলেন। পরেও এ নিয়ে অনেক আলোচনা হয়েছে।
ডি সিলভা যেহেতু প্রধান নির্বাচক ছিলেন, তাই তাকে দিয়েই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। শ্রীলঙ্কার গণমাধ্যমের খবর, এরপর জিজ্ঞাসাবাদ করা হবে ২০১১ ফাইনাল খেলা শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকে।
এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় ডি সিলভার পূর্ণ সমর্থন আছে। গত মাসের শুরুতে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগে অভিযোগ তোলার পর সি সিলভা নিজেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে আলাদা করে তদন্ত করার আহ্বান জানিয়েছিলেন। দরকার হলে করোনাভাইরাস মহামারীর মধ্যেই ভারতে গিয়ে তদন্তে সহযোগিতা করবেন বলে জানিয়েছিলেন তিনি।
মুম্বাইয়ে অনুষ্ঠিত ২০১১ বিশ্বকাপের ফাইনাল নিয়ে চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী অভিযোগ তোলেন। মহিন্দানন্দ আলুথগামাগের অভিযোগ, ভারতকে ফাইনাল ম্যাচটি ছেড়ে দিয়েছিল শ্রীলঙ্কা। আর ওই ঘটনায় শ্রীলঙ্কার বেশ কয়েকজন ক্রিকেটার জড়িত ছিলেন।
আলুথগামাকে একাই ম্যাচটি নিয়ে প্রশ্ন তোলেননি। শ্রীলঙ্কাকে ৯৬ বিশ্বকাপ জেতানো অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাও ২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে এরআগে সন্দেহ প্রকাশ করেন। তিনিও ম্যাচটি নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছিলেন।