করোনা পজিটিভই আছেন মাশরাফি
করোনাভাইরাস থেকে মুক্ত হননি মাশরাফি বিন মুর্তজা। টেস্ট করালেও ভালো খবর আসেনি। করোনা পজিটিভই আছেন ওয়ানডের সফলতম অধিনায়ক। মাশরাফি নিজেই দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ বিষয়টি জানিয়েছেন।
গত ২০ জুন মাশরাফির শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়। বাসাতে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা বাংলাদেশের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য গত মঙ্গলবার নমুনা পরীক্ষা করান। অর্থাৎ, ১০ দিনের মাথায় পরীক্ষা করান তিনি। পরীক্ষার ফল পজিটিভ আসে।
আক্রান্ত হওয়ার ১৪ দিন হয়ে গেলেও এরপর আর পরীক্ষা করাননি তিনি। আগামী দুই একদিনের মধ্যে পরীক্ষাও করাবেন না মাশরাফি। আগামী ৮ জুলাই পরীক্ষা করানোর কথা জানিয়েছন তিনি। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা ভালো আছে।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে মাশরাফি বলেন, '১০ দিনের মাথায় পরীক্ষা করিয়েছিলাম। ফল পজিটিভ আসে। ১৪ দিন হলেও ভাবলাম দুইদিন পরই আবার পরীক্ষা করিয়ে কী হবে! কয়েকদিন পর আবার পরীক্ষা করাবো।'
১০ দিনের মাথায় মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মুর্তজাও পরীক্ষা করান। তার ফলও পজিটিভ আসে। কয়েকদিন পর মাশরাফির সঙ্গে পরীক্ষা করাবেন তিনি।