বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াইয়ে নতুন বিতর্ক: আল্ট্রা এজে স্পাইক দেখানোর পরও আউট হননি সৌম্য!
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ক্রিকেট ম্যাচ মানেই বিতর্কের পসরা। বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউট হওয়ার ঘটনা পুরোনো না হতেই নতুন বিতর্ক ছড়িয়েছে বাংলাদেস-শ্রীলঙ্কার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে হারার পর দ্বিতীয় ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজে সমতা ফেরায় শেষ টি-টোয়েন্টি ম্যাচ হয়ে উঠেছে অলিখিত ফাইনাল। তবে বাংলাদেশের সহজ জয়কেও ছুঁয়েছে বিতর্ক।
লঙ্কানদের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেন দুই বাংলাদেশ ওপেনার লিটন ও সৌম্য। নিজেদের সাবলীল শট খেলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দারুণভাবেই। এরপরই ঘটে একটি বিতর্কিত ঘটনা, বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে শ্রীলঙ্কান পেসার বিনুরা ফার্নান্দোর বল পুল করতে গিয়ে সৌম্য সরকার ক্যাচ দেন উইকেটের পেছনে। মাঠের আম্পায়ার গাজী সোহেল শ্রীলঙ্কানদের আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলে দিয়েছিলেন।
তখন সৌম্য অন্য প্রান্তের ব্যাটসম্যান লিটনের সঙ্গে কথা বলে রিভিউ নেন। বড় পর্দায় আল্ট্রা–এজে স্পাইক দেখা যায়। যা দেখে ড্রেসিংরুমের দিকে হাঁটতেও শুরু করেছিলেন সৌম্য। কিন্তু আল্ট্রা-এজে স্পাইক দেখানো সত্ত্বেও টেলিভিশন আম্পায়ার মাসুদুর রহমান সিদ্ধান্ত দিলেন বল ব্যাটে লাগেনি! তাতে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তও বদলে যায়। যা নিয়ে মাঠে বেশ কিছুক্ষণ তর্ক করতে দেখা যায় লঙ্কান ক্রিকেটারদেরকে।
আল্ট্রা-এজে স্পাইক দেখার পরও মাঠের আম্পায়ারের দেওয়া আউটের সিদ্ধান্ত বদলানোর কারণ হিসেবে টেলিভিশন আম্পায়ার মাসুদুর রহমান বলেছেন, স্পাইক দেখানোর সময় বল ও ব্যাটের মধ্যে পরিষ্কার ফাঁক দেখতে পেয়েছেন তিনি। টিভি আম্পায়ারের এই সিদ্ধান্তে সঙ্গেসঙ্গেই তীব্র আপত্তি তোলেনশ্রীলঙ্কান খেলোয়াড়েরা।
মাঠে থাকা আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে কথা বলতে দেখা গেছে তাদের। দলের কোচ ক্রিস সিলভারউড ঘটনা বুঝতে চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদও করেছেন। শ্রীলঙ্কার নিষিদ্ধ অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাও ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন।
সর্বশেষ বিশ্বকাপে লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসকে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের টাইমড আউট করার জেরে এই সিরিজের প্রথম ম্যাচ থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। এর আগে নাগিন নাচের বিতর্কের রেশ চলেছে অনেকদিন। আজকের ঘটনা দুই দলের 'শ্ত্রুতা'র অধ্যায়ে নিশ্চিতভাবেই নতুন সংযোজন।