কুমিল্লায় লেগুনা স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
কুমিল্লায় লেগুনা স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত ও চারজন আহত হয়েছেন।
শুক্রবার (১৫ মার্চ) দুপুরে সদর উপজেলার শাসনগাছা লেগুনা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত অর্ণব (৩০) ওই এলাকার মো. আজহারের ছেলে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী।
আহতরা হলেন- নাজমুল জামান অনিক (২৮), নেয়ামত উল্লাহ (৩৫), নুরুল আফসার মোহন (২২) ও নাজমুল হাসান (২৬) ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, 'লেগুনা স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।'
তিনি জানান, 'এসময় উভয় পক্ষ গুলি ছুড়তে শুরু করে। তখন অর্ণব নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি কোন পক্ষের সদস্য নাকি পথচারী তা এখনও জানা যায়নি।'
অন্যদিকে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু বলেন, 'অর্ণব দক্ষিণ জেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। সে ঘটনার সঙ্গে সম্পৃক্ত না থাকলেও, তাকে বুকের বাঁ পাশে গুলি করে হত্যা করা হয়েছে।'