ইসরায়েল-গাজা যুদ্ধ: মিত্রদের আহ্বান উপেক্ষা করে রাফায় অভিযান চালাবেন নেতানিয়াহু
আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফায় অভিযান চালানোর দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছেন। খবর বিবিসির
শহরটিতে গাজার অন্যান্য অঞ্চল থেকে আসা প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।
মধ্যপ্রাচ্য সফরে যাওয়া জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস তার রাফা অভিযানের পরিকল্পনার বিরোধিতা করে দেওয়া বক্তব্যের জেরে তিনি এ মন্তব্য করেন।
নেতানিয়াহু বলেন, 'কোনো আন্তর্জাতিক চাপই ইসরাইলকে তার যুদ্ধের সব লক্ষ্য অর্জনে বাধা দিতে পারবে না।'
নেতানিয়াহু তার মন্ত্রিসভা বৈঠকে বলেন, 'আমরা যদি সব লক্ষ্য অর্জনের আগে এখনই যুদ্ধ বন্ধ করি, এর মানে হবে ইসরায়েল যুদ্ধে হেরে গেছে, আর আমরা তা হতে দেবো না।'
তিনি বলেন, 'হামাসকে নির্মূল করা, সব জিম্মিকে মুক্তি দেওয়া এবং গাজা যাতে আর হুমকি হয়ে না দাঁড়ায়; তা নিশ্চিত করার লক্ষ্যে ইসরায়েলকে অবশ্যই যুদ্ধ চালিয়ে যেতে হবে।'
নেতানিয়াহু আরও বলেন, 'এটি করার জন্য আমরা রাফাতেও অভিযান চালাব।'
নেতানিয়াহু বলেন, গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তের এই শহরটিতেও হামলা 'চালানো হবে' এবং এতে 'কয়েক সপ্তাহ' সময় লাগবে।
উল্টো সমালোচকদের সমালোচনা করে তিনি বলেন, 'আপনাদের স্মৃতিশক্তি কি এতই কম? এত তাড়াতাড়ি আপনারা ভুলে গেলেন (৭ অক্টোবর) হলোকাস্টের পর ইহুদিদের বিরুদ্ধে সংঘটিত সবচেয়ে ভয়াবহ গণহত্যার কথা।'
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের মধ্যে দিয়ে এবারের শুরু হয় যুদ্ধ। এতে সেখানে প্রাথমিকভাবে ১২০০ জন নিহত হয়। একইসঙ্গে ২৫৩ জনকে বন্দি করে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি।
জবাবে পালটা হামলা শুরু করে তেল আবিব।
গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু।
নেতানিয়াহু স্থানীয় সময় রবিবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে সাক্ষাৎ করবেন।
আশা করা হচ্ছে, শলৎস এসময় নেতানিয়াহুর রাফা অভিযানের বিরুদ্ধে তার সতর্কতা পুনর্ব্যক্ত করবেন।
জর্ডানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শলৎস বলেন, এ অভিযানে বিপুল মানুষ হতাহত হলে, শান্তির সব আশা শেষ হয়ে যেতে পারে।
অন্যদিকে, আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে।
জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্রও সতর্ক করে বলেছে, রাফায় পূর্ণ সামরিক অভিযানের ফল বিপর্যয়কর হতে পারে।
জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস শুক্রবার 'মানবতার খাতিরে' গাজার দক্ষিণাঞ্চলীয় শহরটিতে এ ধরনের হামলা না চালাতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন শহরটিতে আগ্রাসন বাড়ানোর বিরুদ্ধে ইসরাইলকে সতর্ক করে এটিকে 'রেড লাইন' বলে অভিহিত করেছেন।
তবে নেতানিয়াহুর কার্যালয় শুক্রবার রাফায় সামরিক অভিযানের পরিকল্পনা অনুমোদন করে বলেছে, সেনাবাহিনী বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ভূখণ্ডের মধ্যখানের 'মানবিক দ্বীপে' সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে।
তবে 'দ্বীপগুলোর' আকার (সীমারেখা) কেমন হবে তা এখনও পরিষ্কার নয়।
আগামী কয়েকদিনের মধ্যে কাতারে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা ছিল।
ইসরায়েল আলোচনায় যোগ দেওয়ার জন্য একটি প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করেছিল, তবে মন্ত্রীরা এখনও তাদের ম্যান্ডেটের বিষয়ে একমত হননি।
গাজায় বেসামরিক হতাহতের সংখ্যা এবং দুর্ভিক্ষের আশঙ্কায় সহায়তার ঘাটতির কারণে ইসরায়েল ক্রমবর্ধমান সমালোচনার মুখোমুখি হয়েছে।
বৃহস্পতিবার মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার নেতানিয়াহুর স্থলাভিষিক্ত করতে ইসরায়েলকে নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি