বনানীর গোডাউন বস্তিতে লাগা আগুন নেভানো হয়েছে
রাজধানীর বনানীতে গোডাউন বস্তিতে লাগা আগুন সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে নেভানো সম্ভব হয়েছে। এর আগে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় বিকাল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স (এফএসসিডি) জানায়, বিকেল ৪টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফায়ার সার্ভিসের একটি টিমের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দলও যোগ দেয়।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সহায়ক হয়েছে বৃষ্টিপাত। ফলে আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে গোডাউন বস্তির আগুন। অন্যান্য বারের মতো আগুন নেভানোর সময় পানির স্বল্পতার কোনো অভিযোগ আসেনি।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তবে বস্তিবাসীদের ধারণা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
মহাখালীর কড়াইল বস্তির পাশে টিঅ্যান্ডটি বয়েজ স্কুল রোডে এই বস্তি। আজ রোববার (২৪ মার্চ) বিকেল ৪টার দিকে সেখানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
এর আগে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অফিসার শহিদুল সুমন আগুন লাগার বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেন।
তিনি বলেন, আগুনের খবর পেয়ে বারিধারা, তেজগাঁও, কুর্মিটোলা, সিদ্দিকবাজার, মিরপুর ও উত্তরা ফায়ার স্টেশনের ১০টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়, এরমধ্যে বিকেল ৫টা পর্যন্ত ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বস্তিবাসীরা ধারণা করছেন, একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।