জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে নেই সাকিব-মুস্তাফিজ
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ, সিরিজ শুরু আগামী ৩ মে। এই সিরিজের প্রস্তুতির জন্য চট্টগ্রামে তিন দিনব্যাপী ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যাম্পে ডাক পাওয়া ১৭ ক্রিকেটারের নাম মঙ্গলবার ঘোষণা করা হয়েছে।
২৬ থেকে ২৮ এপ্রিল অনুষ্ঠেয় প্রস্তুতি ক্যাম্পের অংশ হচ্ছেন না অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান ও বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলছেন মুস্তাফিজ, তাকে ১ মে পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। ২ মে তার দেশে ফেরার কথা। সাকিব কেন প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াডে নেই, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
২০২২ সালে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে অভিষেক হওয়া বাঁহাতি ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমনকে ক্যাম্পের স্কোয়াডে নেওয়া হয়েছে। জাতীয় দলের হয়ে ৩টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি, সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে।
চলমান ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক ইমন, ১২ ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরিসহ ৪৮.৭৫ গড়ে ৫৮৫ রান করেছেন তিনি। এই পারফরম্যান্সই তাকে প্রস্তুতি ক্যাম্পে সুযোগ করে দিয়েছে। ডাকা হয়েছে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে। এক সময়ের নিয়মিত সদস্য থাকলেও দলে জায়গা হারিয়ে ফেলা আফিফ হোসেন ধ্রুবও আছেন ক্যাম্পের স্কোয়াডে।
চোট কাটিয়ে লম্বা সময় পর বিপিএল দিয়ে ফিরেই নিজেকে প্রমাণ করা মোহাম্মদ সাইফউদ্দিনকে বিবেচনা করা হয়েছে প্রস্তুতি ক্যাম্পে। সর্বশেষ ২০২২ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে খেলেন এই অলরাউন্ডার। মেহেদী হাসান মিরাজকে স্কোয়াডে নেওয়া হয়নি, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও তিনি ছিলেন না। ৫ ম্যাচের সিরিজ খেলতে আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। প্রথম তিন টি-টোয়েন্টি চট্টগ্রামে ৩, ৫ ও ৭ মে অনুষ্ঠিত হবে। শেষ দুই ম্যাচ মিরপুরে ১০ ও ১২ মে অনুষ্ঠিত হবে।
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।