৮৬ বছর পর হায়া সোফিয়ায় প্রথম নামাজ
তুরস্কের ঐতিহ্যবাহী হায়া সোফিয়াকে এ মাসের শুরুতে জাদুঘর থেকে আবারও মসজিদে রূপান্তর করার পর, ৮৬ বছরের মধ্যে প্রথম নামাজ অনুষ্ঠিত হবে শুক্রবার।
দেশটির সর্বোচ্চ আদালত প্রায় দেড় হাজার বছরের পুরনো এই স্মৃতিস্তম্ভটিকে জাদুঘরে পরিণত করে রাখার পুরনো আদেশপত্রকে অবৈধ বলে রায় দেওয়ার পর ১০ জুলাই প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান এটিকে আবারও মুসলমানদের প্রার্থনালয় হিসেবে খুলে দেওয়ার বিতর্কিত ঘোষণা দেন।
এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটি বাইজেন্টাইন সম্রাট প্রথম জাস্টিনিয়ানের শাসনকালে, ৫৩৭ সালে ক্যাথিড্রাল হিসেবে তৈরি করা হয়। ১৪৫৩ সালে অটোমানরা ওই অঞ্চল দখলে নিয়ে এটিকে মসজিদে পরিণত করে।
অটোমান-উত্তরকালের তুরস্কে আধুনিক গণপ্রজাতন্ত্রী শাসনব্যবস্থার প্রতিষ্ঠাতা মুস্তফা কামাল আতাতুর্ক এই স্থাপনাকে একটি জাদুঘরে রূপ দেন।
এরদোয়ান গত বছরই বলেছিলেন, হায়া সোফিয়াকে জাদুঘরে রূপ দেওয়া একটি 'খুবই বড় ভুল' ছিল। শুক্রবার সেখানে এত বছর পর শুরু হতে যাওয়া নামাজে তারও অংশ নেওয়ার কথা রয়েছে।
- সূত্র: আল জাজিরা