টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, দেশে টিকা গ্রহণকারীদের পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখা হবে
বাজার থেকে করোনা ভাইরাসের ভ্যাক্সজেভ্রিয়া বা কোভিশিল্ড টিকা তুলে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। বাজারে বিভিন্ন কোম্পানির টিকা চলে আসায় এখন উদ্বৃত্ত তৈরি হওয়ার কারণে, তারা এই টিকা তুলে নিচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে।
এদিকে, বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণকারীদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে কি-না, তা খুঁজে দেখতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
বুধবার (৮ মে) সিরডাপ মিলনায়তনে সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে টিকাদান কর্মসূচিকে শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত এক সভায় মন্ত্রী এ কথা জানান।
এদিকে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে উৎপাদিত কোভিশিল্ড টিকার বিরল পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বিভিন্ন মহলে। এরপরই এই টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার ব্যাপারে খতিয়ে দেখার নির্দেশনা আসে।
বাজার থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা তুলে নেওয়ার সিদ্ধান্ত
টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, বাজার থেকে তারা তাদের উৎপাদিত ভ্যাক্সজেভ্রিয়া বা কোভিশিল্ড টিকা তুলে নেবে। কারণ করোনা মহামারির পর থেকে এখন পর্যন্ত বাজারে বিভিন্ন টিকা এসেছে। ফলে করোনা টিকার উদ্বৃত্ত তৈরি হয়েছে।
বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, কোভিড-১৯-এর বিভিন্ন ধরনের টিকা বাজারে চলে আসায় এখন উদ্বৃত্ত তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ভ্যাক্সজেভ্রিয়ার চাহিদা কমে যাওয়ায় এখন আর এই টিকা উৎপাদন ও সরবরাহ করা হচ্ছে না।
এর আগে, আদালতে অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করে, তাদের উৎপাদিত টিকা গ্রহণকারীদের শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তচাপ কমে যাওয়ার মতো পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।
গেল মার্চে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, অ্যাস্ট্রাজেনেকা বাজার থেকে তাদের টিকা তুলে নেওয়ার আবেদন করেছে। অবশেষে মঙ্গলবার (৭ মে) এ আবেদন কার্যকর হয়।