চীন থেকে সরে আসছে জুম, লোকবল বাড়াচ্ছে ভারতে
চীন থেকে আস্তে আস্তে সরে এসে ভারতে শক্তভাবে গেড়ে বসছে ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম। ভারতে তাদের লোকবল আরও তিনগুণ বাড়াবে বলে এই সপ্তাহেই ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, ভারতের টেকনগরী হায়েদ্রাবাদ ও ব্যাঙ্গালোরে নতুন ডেটা সেন্টার নির্মাণ করবে তারা।
প্রতিষ্ঠানটির প্রধান অপারেটিং অফিসার অপর্ণা বাওয়া বলেন, 'প্রতিষ্ঠান হিসেবে জুম সবসময়ই এমন জায়গার খোঁজ করেছে যেখানে প্রতিষ্ঠানটি ক্রমেই সমৃদ্ধ হবে এবং গ্রহণযোগ্যতা পাবে'।
ভারতে ৭০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। আগামী কয়েক বছরের মধ্যেই আরও ৫০ কোটি মানুষ যুক্ত হবে ইন্টারনেটের জগতে। অর্থাৎ প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য ভারত একটি বড় আয়ের উৎস। শুধুমাত্র ২০২০ সালেই গুগল, ফেসবুক, ইনটেল ও কোয়ালকমের মতো প্রতিষ্ঠানগুলো ১৬ বিলিয়ন বা ১৬০০ কোটি ডলারেরও বেশি বিনিয়োগ করেছে দেশটিতে।
এই দৌড়ে পিছিয়ে নেই জুমও। এবছপর জানুয়ারি থেকে এপ্রিল- এই চারমাসেই ভারতে জুমের ব্যবহারকারী বেড়েছে ৬৭০০%! বিশেষ করে করোনাভাইরাস মহামারির কারণে অধিকাংশ অফিসগামী মানুষই ঘরে বসে কাজ করছেন। আর ঘরে বসে মিটিং বা দলগত কাজের জন্য বেছে নিয়েছেন জুম অ্যাপকেই। সারাবিশ্বজুড়েই মানুষ এখন জুম ব্যবহার করছে।
প্রতিষ্ঠানটির পরিসংখ্যান অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত দিনে ১ কোটির মতো মিটিং আয়োজিত হতো জুমে। ৪ মাসের মধ্যে এপ্রিল নাগাদ এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ কোটিতে।
কিন্তু এদিকে চীনে অ্যাপটি নিয়ে বেশ কিছু বিষয় নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। যেমন, আশঙ্কা করা হচ্ছিল যে চীনা সরকার এর সার্ভার থেকে ব্যবহারকারীদের তথ্য চুরি করছে। ফলে ব্যবহারকারীদের নিজের তথ্যের উপর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বাড়াতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। এছাড়া চীনা প্রশাসনের অনুরোধে দেশটির কয়েকটি মানবাধিকার সংস্থার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে জুম। এসমস্ত কারণে চীন থেকে লোকবল কমাচ্ছে প্রতিষ্ঠানটি।