আগেও দু’বার এমপি আজীমকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল: ডিবি প্রধান
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে তিনবার হত্যার পরিকল্পনা করা হয়েছে। প্রথম দু'বার সফল হয়নি। তবে তৃতীয়বার সফল হয়েছে।
শনিবার (২৫ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবির কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিবি প্রধান বলেন, '৭ জানুয়ারি নির্বাচনের আগে একবার এমপি আজীমকে হত্যার পরিকল্পনা হয়। দ্বিতীয়বার জানুয়ারি মাসের ১৭-১৮ তারিখে তিনি যখন কলকাতায় ছিলেন, তখনও একবার পরিকল্পনা করা হয়। কিন্তু হোটেলে থাকার কারণে সেবার তারা ব্যর্থ হন। তৃতীয়বারে এসে তারা সফল হয়েছেন।'
তিনি বলেন, 'তাদের পরিকল্পনা ছিল প্রথমে এমপি আজীমের আপত্তিকর ছবি তুলে ব্লাকমেইলর মাধ্যমে মোটা অঙ্কের টাকা আদায় করার। সে অনু্যায়ী আনোয়ারকে অজ্ঞান করে তার আপত্তিকর ছবি তোলা হয়। কিন্তু জ্ঞান না ফেরায় ব্ল্যাকমেইলের পরিকল্পনা বাদ দিয়ে লাশ গুমের পরিকল্পনা বাস্তবায়ন করা হয়।'
কি কারণে হত্যা করা হতে পারে এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, 'এ হত্যার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। হত্যাকাণ্ডে জড়িত সবাই পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য। কি কারণে তাকে হত্যা করা হয়েছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। আরও তদন্ত শেষে এটি বলা যাবে।'
কীসের ভিত্তিতে হত্যার কথা বলা হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা অনেক তথ্য প্রমাণ পেয়েছি। তদন্তের স্বার্থে এখন প্রকাশ করছি না। প্রমাণ পেয়েছে বলেই কলকাতায় হত্যা মামলা হয়েছে। আমাদের দেশে একটি অপহরণ মামলা হয়েছে। কলকাতায় মামলাটি সিআইডি তদন্ত করছে। নিশ্চই তারা আলামত পেয়েছে। কলকাতায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্তে আমারও যাব।'
উল্লেখ্য, গত ১১ মে কলকাতায় চিকিৎসা করাতে যান এমপি আজীম। ১৪ মে তিনি নিখোঁজ হন। ২২ মে তার হত্যাকাণ্ডের খবর পাওয়া যায়।