ঘূর্ণিঝড় রিমালের কারণে বিমানের যশোরগামী ফ্লাইট বাতিল
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের কারণে আজ রোববার ঢাকা থেকে যশোরগামী ফ্লাইটগুলো বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমানের একটি সূত্র জানিয়েছে, যশোর বিমানবন্দর এখনও বন্ধ ঘোষণা করা হয়নি। বিমান এই রুটে ড্যাশ-৮ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করে। বাতাসের তীব্রতার কারণে এই এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করা সম্ভব নয়। তাই এই রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, রিমালের অগ্রভাগের প্রভাব ইতিমধ্যে শুরু হয়েছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে। আজ সন্ধ্যা নাগাদ মোংলার কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি।
রোববার সকালে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে দেওয়া ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদপ্তর।
আরও বলা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে নতুন করে ৯ নম্বর বিপৎসংকেত দেখাতে হবে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের কাছের দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহাবিপৎসংকেতের আওতায় থাকবে।