২০২৫ সালের জুলাই থেকে সরকারি চাকরিতে নতুন নিয়োগপ্রাপ্তরা সর্বজনীন পেনশনের আওতায় আসবেন
২০২৫ সালের ১ জুলাই থেকে যারা সরকারি চাকরিতে যোগদান করবেন, তাদেরকে বাধ্যতামূলকভাবে সর্বজনীন পেনশন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করবে সরকার। তবে তার আগ পর্যন্ত যারা সরকারি চাকরিতে ঢুকবেন, তারা এখনকার মতো সরকারি তহবিল থেকে পেনশন সুবিধা পাবেন।
ইতোমধ্যে স্বায়ত্তশাসিত সংস্থা, করপোরেশনে এ বছরের ১ জুলাই থেকে নিয়োগপ্রাপ্তদের জন্য প্রত্যয় স্কিম চালু করেছে সরকার। এটির আওতায় চাকরিজীবীরা তাদের মূল বেতনের ১০ শতাংশ বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জমা দেবেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও সমপরিমাণ অর্থ জমা দেবে।
বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, 'পেনশন সুবিধা পান এমন সকল সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের আমরা সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় নিয়ে আসব।'
স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের ইতোমধ্যে এ ব্যবস্থার আওতাভুক্ত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, '২০২৫ সালের ১ জুলাই থেকে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের জন্যও আমরা এ ব্যবস্থা চালু করব।'
গতবছরের ১৭ আগস্ট প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা নামক চারটি স্কিম নিয়ে সর্বজনীন পেনশন ব্যবস্থার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ১৩ মে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০২৪–২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে অনুষ্ঠিত সভায় অর্থবিভাগ ভবিষ্যতে সরকারি চাকরিজীবীদের প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা তুলে ধরে বলে অর্থবিভাগের একাধিক কর্মকর্তা এর আগে টিবিএসকে নিশ্চিত করেন।
সর্বজনীন পেনশন খাতের সমতা ও প্রত্যয় স্কিমে সরকারের অবদান মেটানোর জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়।
গত ১২ মে পর্যন্ত সর্বজনীন পেনশনের চারটি স্কিমে এক লাখ ৫৮ হাজার ১০০ জন অন্তর্ভুক্ত হয়েছে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছে অর্থবিভাগ।