নিজের মারা ছক্কায় দর্শক আহত, ম্যাচ শেষে হৃদয়ের আবেগী স্ট্যাটাস
ক্রিকেটে ব্যাটসম্যানদের প্রিয় জায়গা কোনটি? একটি হতে পারে গ্যালারি। ২২ গজে গিয়ে কে না চায় বড় ছক্কায় বল গ্যালারিতে পাঠাতে! খেলা দেখতে গ্যালারিতে হাজির হওয়া ভক্ত-সমর্থকদেরও চাওয়াও, বল তাদের সীমানায় আছড়ে পড়ুক। অনেক ম্যাচেই দেখা যায়, ব্যাটসম্যানের মারা ছক্কা ধরার জন্য গ্যালারিতে থাকা দর্শকদের মাঝে কাড়াকাড়ি লেগে গেছে। কিন্তু গ্যালারিতে যাওয়া এই বলে হতে পারে বিপদও। এই যেমন তাওহিদ হৃদয়ের মারা ছক্কায় আহত হলেন গ্যালারিতে থাকা এক দর্শক।
শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটের জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। দারুণ বোলিংয়ে লঙ্কানদের অল্প রানে আটকালেও জয়ের বন্দরে পৌঁছাতে ঘাম ছুটে যায় তাদের। ছোট লক্ষ্য তাড়ায় অন্যরা যখন রান তুলতে সংগ্রাম করেছেন, সে সময় ব্যাট হাতে শাসন করে গেছেন হৃদয়। মূলত তার ব্যাটেই ঠিক পথে থাকে বাংলাদেশ। ২০ বলে ৪০ রানের খুনে ইনিংস খেলার পথে একটি চার ও ৪টি ছক্কা মারেন হৃদয়।
বাংলাদেশের ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা হয়ে ওঠা ডানহাতি এই ব্যাটসম্যানের মারা ছক্কার ৩টিই পৌঁছায় গ্যালারিতে। এর মধ্যে একটি বল গিয়ে আঘাত হানে গ্যালারিতে বসা এক দর্শকের পায়ে। আঘাতের জায়গায় ক্ষত তৈরি হয়, কিছুটা রক্তও ঝরে। ম্যাচের পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আঘাত পাওয়া জায়গাটি দেখান সেই দর্শক। এই ঘটনার ছবিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
যা পৌঁছে যায় হৃদয় পর্যন্ত, ইনবক্সে ছবিগুলো পান তিনি। সমর্থকের গা থেকে ঝরা রক্ত দেখে কষ্টই পেয়েছেন তিনি। সেই দর্শকের প্রতি সমবেদনা জানিয়ে নিজেরে অফিসিয়াল ফেসবুক পেজে আবেগী এক স্ট্যাটাস দিয়েছেন হৃদয়। আঘাত পাওয়া দর্শকের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'ছবিগুলো একজন পাঠালো, আমার এখানে এখন মধ্যরাত। কয়েকটি ছবি মাথা থেকেই বের হচ্ছে না। আমার জন্য কারও রক্ত ঝরলো, এটা ভেবেই খারাপ লাগছে।'
হৃদয় আরও লিখেছেন, 'প্রিয় ভাই আমার, আমি জানি না আপনি কে। শুধু জানি আপনার পরিহিত টি-শার্টের বুকে বাংলাদেশের মানচিত্র। আপনি এবং আমি একই। আমার মারা ছয় অজান্তেই গিয়ে আপনার পায়ে লেগেছে। আপনি হয়তো হাসিমুখেই বলছেন আপনি খুশি। কিন্তু একটি সজোরে আসা বলের আঘাত কতোটা ভোগায়, তা আমাদের থেকে ভালো আর কেইবা জানে!'
কখনও দেখা হলে সেই এই দর্শককে বুকে জড়িয়ে নিতে চান হৃদয়, চেয়েছেন দোয়াও। দর্শকের কষ্টে ব্যথিত হৃদয় সবশেষে লিখেছেন, 'কখনও দেখা হলে আমাকে বুকে জড়িয়ে নেবেন, মাথায় হাত বুলিয়ে দেবেন। আপনার কষ্টে আপনার এই ছোট ভাইও ব্যথিত।'