সুইজারল্যান্ডের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করবে বাংলাদেশ, সপ্তাহে চলবে ১৪টি ফ্লাইট
সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়ে সুইজারল্যান্ডের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বাংলাদেশ।
একটি সংবাদ বিবৃতিতে জানানো হয়েছে, গত ৪ জুন সুইজারল্যান্ডের বার্নে বাংলাদেশ সরকার এবং সুইস ফেডারেল কাউন্সিলের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়। এই চুক্তিকে দেশের বিমান ভ্রমণ নেটওয়ার্ক সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতি বলে অভিহিত করা হয়েছে ।
চুক্তির শর্তানুযায়ী, উভয় দেশের মনোনীত এয়ারলাইন্সগুলো সপ্তাহে ৭টি যাত্রী ও ৭টি কার্গো ফ্লাইট পরিচালনা করতে পারবে।
এছাড়া চুক্তিতে মনোনীত দুই দেশের বিমানসংস্থাগুলো যাতে নিজেদের ও তৃতীয় কোনো দেশের বিমানসংস্থার সাথে কোড শোয়ারের মাধ্যমে দুই দেশের মধ্যে ফ্লাইট পরিচালনা করতে পারে সে সুযোগ রাখা হয়েছে।
দুই দেশের মধ্যে পরিষেবা দেওয়ার জন্য সুইজারল্যান্ড এর পক্ষ থেকে সুইস এয়ার ইন্টারন্যাশনাল ও এডেলউইস এয়ার এজি এবং বাংলাদেশ পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ার এবং নভেএয়ার- কে মনোনীত করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এবং সুইস ফেডারেল অফিস অব সিভিল এভিয়েশনের (ফোকা) মহাপরিচালক ক্রিশ্চিয়ান হেগনার চুক্তিতে সই করেন।
অন্যদিকে, গত ৭ জুন দ্বিপাক্ষিক বিমান চলাচলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে 'হরাইজন্টাল অ্যাগ্রিমেন্ট' চূড়ান্ত করেছে বাংলাদেশ কর্তৃপক্ষ।
২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর দুই পক্ষের মধ্যে এ বিষয়ে একটি প্রাথমিক চুক্তি সই হয়।
ইউরোপীয় কমিশনের মতে, 'হরাইজন্টাল অ্যাগ্রিমেন্ট' হলো ইইউ সদস্য দেশগুলোর পক্ষ থেকে কমিশনের করা একটি আন্তর্জাতিক চুক্তি।
চুক্তিটির মূল উদ্দেশ্য হচ্ছে ইইউভুক্ত দেশগলোর সাথে বিমান চলাচল পরিচালনার ক্ষেত্রে একই ধরনের বিধি-বিধান প্রতিপালন নিশ্চিত করা।
ইইউ ও বাংলাদেশ এর পক্ষে চুক্তিতে সই করেন ইউরোপিয়ান কমিশনের ডিরেক্টরেট-জেনারেল ফর মবিলিটি অ্যান্ড ট্রান্সপোর্ট এর ডিরেক্টর ফিলিপ কর্নেলিস এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।