দলের বোলিং আক্রমণে সবকিছু আছে বলে মনে করেন শান্ত
সোমবার সকাল, বাংলাদেশে পালিত হচ্ছে ঈদুল আজহা। এদিন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালকে ২১ রানে হারিয়ে ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করলো বাংলাদেশ ক্রিকেট দল। চার ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে 'ডি' গ্রুপের দ্বিতীয় দল হিসেবে ঈদ-আনন্দেই সুপার এইটের টিকেট কাটলো নাজমুল হোসেন শান্তর দল।
এই গ্রুপে থেকে শেষ আটে ওঠা আরেক দল দক্ষিণ আফ্রিকা। সুপার এইটে এক নম্বর গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান।
নেপালের বিপক্ষে ব্যাট হাতে শুরুতেই বিপর্যয়, যা অবিরতভাবে চলতে থাকলো। নেপালের বোলারদের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করে যেতে থাকলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। আসা-যাওয়ার মিছিল শেষে স্কোরকার্ডে জমা হলো সামান্য পুঁজি।
নেপাল বলেই হয়তো তখনও আশা ছাড়েনি বাংলাদেশ। আগুনে বোলিংয়ে সেই আশা আরও জোরদার করলেন তানজিম হাসান সাকিব। সঙ্গে থাকলো মুস্তাফিজুর রহমানের তোপও। আর বোলারদের এমন রুদ্রমূর্তি ধারণেই ১০৬ রানের পুঁজি নিয়েও ২১ রানে ম্যাচ জিততে পেরেছে বাংলাদেশ।
ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বোলারদেরই কৃতিত্ব দিলেন, 'আমরা ব্যাটিং খুব একটা ভালো করছি না। তবে আমরা জানি, যেকোনো পুঁজি আমরা ডিফেন্ড করতে পারি যদি আমরা দ্রুত উইকেট তুলে নিতে পারি। আমরা বোলারদের এটাই বলেছি।'
বোলারদের প্রশংসায় এখানেই থামেননি শান্ত, 'আমাদের সবকিছু আছে। গত দুই-তিন বছরে এই ফাস্ট বোলাররা কঠিন পরিশ্রম করেছে। টি-টোয়েন্টিতে বোলিংটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তারা নিজেদের ফর্ম সামনে ধরে রাখতে পারবে।'