কোটাবিরোধী আন্দোলন : কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে টানা পঞ্চম দিনের মতো কোটাবিরোধী আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। গতকাল রবিবার (৭ জুলাই) থেকে সারাদেশে শুরু হওয়া 'বাংলা ব্লকেড' কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা আজ সোমবার (৮জুলাই) বিকাল ৪টায় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন। এতে সড়কের উভয়পাশে যান চলাচাল বন্ধ হয়ে যায়।
এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রঙ্গণে অবস্থান নেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে মহাসড়ক অবরোধ করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে 'আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার', 'জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে', 'লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে'. 'আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম', 'মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই' ইত্যাদি স্লোগান দেন।
আন্দোলনের নেতৃত্বে থাকা ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোখলেসুর রহমান সুইট দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।'