এসি বিকল: যাত্রীদের অভিযোগের মুখে টেকঅফের ২০ মিনিট পরে ফের ঢাকায় ফিরল বিমান-এর ফ্লাইট
এসি কাজ না করার বিষয়ে যাত্রীদের অভিযোগের কারণে আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ-৮ মডেলের ফ্লাইট ৬১১ টেকঅফের প্রায় ২০ মিনিট পর ফের ঢাকা বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়।
বিমান সূত্র জানিয়েছে, বিমানের এসি কাজ না করায় যাত্রীরা হইচই শুরু করায় পাইলট আবার ফিরে আসে।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বশরা ইসলাম জানিয়েছেন, পরে সকাল ৯টা ৫০ মিনিটে বিকল্প একটি ফ্লাইটে যাত্রীদের চট্টগ্রাম পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর সেই এয়ারক্রাফটটির এসি সংস্কারের জন্য হ্যাঙ্গারে পাঠানো হয়েছে।
এই ফ্লাইটের কারণে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া বিমানের একাধিক ফ্লাইট বিলম্বে ছেড়েছে বলে জানা গেছে।