এশিয়া কাপের সেমিতে ভারতের বিপক্ষে পাত্তাই পেল না বাংলাদেশ
এশিয়া কাপের ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের। ভারতের মেয়েদের কাছে পাত্তাই পায়নি নিগার সুলতানা জ্যোতির দল। ১০ উইকেটের ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে ভারতের মেয়েরা।
আগে ব্যাট করে মাত্র ৮০ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। জবাবে মাত্র ১১ ওভার খেলে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যার হারমানপ্রীত করের দল। ফাইনালে ভারত খেলবে পাকিস্তান অথবা শ্রীলঙ্কার বিপক্ষে।
বাংলাদেশের দেওয়া মামুলি লক্ষ্য তাড়া করতে একদমই বেগ পেতে হয়নি ভারতকে। দুই ওপেনারই কাজ সারেন। স্মৃতি মানধানাই বেশি মারমুখী ছিলেন।
৩৯ বলে নয় চার ও এক ছয়ে ৫৫ রান করে অপরাজিত থাকেন তিনি। শেফালি ভার্মা অপরাজিত থাকেন ২৮ বলে ২৬ রান করে।
এর আগে ব্যাট করে ব্যাটিং ধ্বসে মাত্র ৮০ রান করতে পারে বাংলাদেশ। ২০ ওভার খেলতে পারলেও আটটি উইকেটের পতন ঘটে।
এর মধ্যেও সর্বোচ্চ ৩২ রান এসেছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে। ভারতের হয়ে তিনটি করে উইকেট পেয়েছেন রেনুকা সিং ও রাধা যাদব।