শ্রীলঙ্কা সফরে চোখ রুবেলের
করোনাভাইরাসের কারণে দেশের সব ধরনের ক্রিকেট বন্ধ হওয়ার পর বাঘেরহাটে চলে গিয়েছিলেন রুবেল হোসেন। করোনা প্রকোপের শুরুতে দুস্থ-অসহায়দের সাহায্য করতেই বেশি ব্যস্ত ছিলেন জাতীয় দলের ডানহাতি এই পেসার। এরপর করোনার প্রকোপ বাড়তে শুরু করলে বসে না থেকে ফিটনেসে নজর দেন রুবেল।
অন্যদের মতো ফিটনেস নিয়ে নিয়মিত কাজ করেছেন বাংলাদেশের এই পেসারও। তবে বাগেরহাটে বোলিং অনুশীলনের সুযোগ ছিল না। নদীর পাড়ে বালির মধ্যে দৌড়ে ফিটনেস ধরে রাখার চেষ্টা করেছেন রুবেল। শ্রীলঙ্কা সফর চূড়ান্ত হওয়ায় ঢাকা ফিরেছেন তিনি। মিরপুর স্টেডিয়ামে একক অনুশীলনে নাম লিখিয়েছেন রুবেল।
পাকিস্তান সফরে টেস্ট দলে থাকলেও ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে বাদ পড়েন রুবেল। শ্রীলঙ্কা সফর দিয়ে দলে ফিরতে চান তিনি। দলে জায়গা পেলে নিজের সেরাটা উজাড় করে দিতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের হয়ে ২৭টি টেস্ট খেলা রুবেল।
রোববার মিরপুরে অনুশীলন শেষে বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় রুবেল বলেন, 'মূলত আমার নজর শ্রীলঙ্কা সিরিজ। ওই সিরিজে আমার লক্ষ্য থাকবে দলে সুযোগ পাওয়া। আর সুযোগ পেলে ভালো খেলার চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। সে অনুযায়ী অনুশীলন করছি। ফিটনেস বলেন, বোলিং বলেন আরও কীভাবে স্কিল বাড়ানো যায়, এটা নিয়ে কাজ করছি। মূল নজর শ্রীলঙ্কা সিরিজ।'
বাঘেরহাটে বোলিংয়ের সুযোগ ছিল না। শুধু ফিটনেসের কাজই করে গেছেন রুবেল, 'যখন করোনা আমাদের দেশে খারাপভাবে হানা দিচ্ছিল, তখন ক্রিকেটারদের করার কিছুই ছিল না। আমরা যার যার জেলায় চলে গিয়েছি এবং নিজেদের মতো ফিটনেস নিয়ে কাজ করেছি। বাগেরহাটে আমি ফিটনেস নিয়েই কাজ করেছি, রানিং করেছি।'
'যেহেতু আমার বাসা নদীর পাড়ে, তাই বালিতেই আমি বেশি রানিং করেছি। বোলিং, ব্যাটিংয়ের সুযোগ আমি পাইনি, আর প্রতিদিনই বৃষ্টি হচ্ছিল। করোনা ইস্যুটা আসলে আমাদের হাতে নেই, সারা দেশব্যাপী একটি মহামারী আকার ধারণ করেছে। আমাদের কিছু করার নাই, তারপরও যতটুকু সচেতন থাকা যায়, থাকার চেষ্টা করেছি।'
দীর্ঘদিন পর মিরপুরে রানিং, জিমের পাশাপাশি বোলিং শুরু করেছেন রুবেল। প্রিয় মাঠে বোলিং শুরু করতে পারায় স্বস্তির নিশ্বাস ফেলছেন তিনি, 'আমাদের সবার প্রিয় গ্রাউন্ডে অনুশীলন শুরু করেছি। আমি বাগেরহাটে বোলিং নিয়ে কাজ করতে পারিনি। এখানে বোলিং নিয়ে কাজ করছি। ক্রিকেট বোর্ড থেকে যেসব নির্দেশনা দিয়েছে, আমরা নিয়ম অনুসারে অনুসরণ করছি। বিসিবির পরিকল্পনা মতোই আমরা সবাই সুন্দরভাবে ফিটনেস, বোলিং, ব্যাটিং নিয়ে কাজ করছি।'
শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ১০-১৫ সেপ্টেম্বরের মধ্যে ২০-২২ সদস্যের দল ঘোষণা করার কথা জানিয়েছে বিসিবি। এই প্রাথমিক দলটি নিয়েই সেপ্টেম্বরের শেষ দিকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। শ্রীলঙ্কায় দুই সপ্তাহের অনুশীলনের পর ঘোষণা করা হবে মূল স্কোয়াড। এই সফরে লঙ্কানদের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ।