প্রথম ওয়ানডেতে নেই রুবেল, মুস্তাফিজকে নিয়ে শঙ্কা
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে মুশফিকুর রহিমকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। বাবা-মা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশে ফিরে আসছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। অধিনায়ক তামিম ইকবাল পুরোপুরি ফিট নন। এর মাঝে এলো আরও অস্বস্তির খবর। চোটের কারণে প্রথম ওয়ানডেতে নাও খেলতে পারবেন না মুস্তাফিজুর রহমান।
প্রথম ওয়ানডেতে খেলা হবে না রুবেল হোসেনের। ভিসা জটিলতায় ঠিক সময়ে জিম্বাবুয়ে যেতে পারেননি ডানহাতি এই পেসার। তার সঙ্গে আটকা পড়েন প্রথমবারের মতো টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পাওয়া শামীম হোসেন পাটোয়ারীও। এই দুজন বৃহস্পতিবার ভোরে রওনা দিয়েছেন।
দীর্ঘ ২২ ঘণ্টা যাত্রার পর জিম্বাবুয়ে পৌঁছাবেন রুবেল-শামীম। অর্থাৎ. ১৬ জুলাই পৌঁছাবেন তারা। প্রথম ওয়ানডেও ১৬ জুলাই, তাই প্রথম ওয়ানডেতে খেলার সুযোগ নেই রুবেলের। এ ছাড়া জিম্বাবুয়ে পৌঁছে করোনা পরীক্ষা দিতে হবে এই দুই ক্রিকেটারকে। কোয়ারেন্টিন করতে হবে কিনা, সেটাও এখনও নিশ্চিত নয়।
মুস্তাফিজকে নিয়ে শঙ্কা অ্যাঙ্কেলের চোটের কারণে। বাঁহাতি এই পেসার হারারের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে প্রস্তুতি ম্যাচে বোলিংয়ের সময় ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পান। বোলিং শুরু করে শেষ করতে পারেননি তিনি, সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়েন। চোট কাটিয়ে উঠতে ৩-৪ দিন লেগে যেতে পারে মুস্তাফিজের। চোটের অবস্থা ভালো না হলে দ্বিতীয় ওয়ানডেতেও তাকে দর্শক সারতে থাকতে হতে পারে।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, মুস্তাফিজের ডান পায়ে অ্যাঙ্কেলের আঘাত পাওয়া জায়গা ফুলে আছে। এই অবস্থা খেলা ঠিক হবে না বাঁহাতি এই পেসারের জন্য। ঝুঁকি এড়াতেই মূলত তাকে বিশ্রামে রাখার চিন্তা করা হয়েছে।
যদিও ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেস, মুস্তাফিজের খেলার সম্ভাবনা ৫০-৫০। আজ দেখার পর সিদ্ধান্ত। ম্যাচের আগের দিন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম বলেন, 'ফিজিও মুস্তাফিজকে দেখেছেন। এখনই বোঝা যাচ্ছে না। আজকের পর বোঝা যাবে। তার খেলার ৫০-৫০ সম্ভাবনা আছে।'
সিরিজের একমাত্র টেস্ট জয়ের পর ওয়ানডে মিশনে নামছে বাংলাদেশ। ১৬ জুলাই হারারে স্পোর্টস ক্লাবে প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে তামিমের দল। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে। পরের দুটি ওয়ানডে ১৮ ও ২০ জুলাই হারারেতেই অনুষ্ঠিত হবে।