জাতীয় দলে নাকি বোর্ডে, তামিমকে নিয়ে যা বললেন আকরাম
তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে আছে। লম্বা সময় ধরে জাতীয় বাইরে থাকা অভিজ্ঞ এই ওপেনারের আগামী পথ কেমন, আপাতত সেই উত্তর মিলছে না। সাবেক এই ওয়ানডে অধিনায়কও পরিষ্কার কোনো বার্তা দিয়ে রাখেননি। তামিমকে অবশ্য আরও দুই-তিন বছর খেলতে দেখতে চান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আর সেটা না হলে অভিজ্ঞ এই ওপেনারকে বোর্ডে চান তিনি।
গত ২১ আগস্ট বিসিবি সভাপতির দায়িত্ব পাওয়ার পর মিরপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তামিমকে নিয়ে করা বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক নির্বাচক। তামিমের সঙ্গে কথা বলার আগে কোনো সিদ্ধান্ত না দিলেও প্রিয় অনুজকে নিয়ে নিজের ভাবনার কথা জানান ফারুক।
কদিন পর একই প্রশ্ন করা হলো জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খানকে। ভাইয়ের ছেলেকে নিয়ে আকরামও প্রায় একই ধরনের মন্তব্য করেছেন। মঙ্গলবার বিসিবি কার্যালয়ের সামনে সংবাদমাধ্যমকে আকরাম বলেন, 'এখনও তো সে খেলছে। এখন তো আমি চাই যে, খেলুক, ভালো খেলুক। ওর ব্যাপারে তো আমি কিছু বলতে পারছি না। এটা অবশ্যই ওর (তামিম) সিদ্ধান্ত, ও খেলবে না বোর্ডে আসবে।'
তামিমকে নিয়ে ফারুক বলেছিলেন, 'আপনি যদি আমাকে বলেন, আমি তামিমকে আরও দুই-তিন বছর খেলতে দেখতে চাই। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যাবে-আসবে না। ওর ফিটনেস পরীক্ষা হবে, দলে আসতে হলে কী করতে হবে, সে জন্য বিভাগগুলো আছে। খুব ভালো হয় যদি ও খেলতে পারে। আর যদি খেলতে না পারে, ও যদি বোর্ডে আসে, তাহলেও আমি খুব খুশি হবো। সে সাবেক অধিনায়ক, তার মানে তার নেতৃত্বের গুণ তার আছে।'
বাংলাদেশের হয়ে তামিম সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সেই ওয়ানডের পর আর বাংলাদেশের জার্সি গায়ে তোলা হয়নি তার। অধিনায়ক হিসেবে ২০২৩ বিশ্বকাপে যাওয়ার কথা ছিল তামিমের, যদিও শেষ পর্যন্ত আসরটিতে খেলাই হয়নি তার। কয়েক মাস পর গত ফেব্রুয়ারিতে খেলেন বিপিএল, ফরচুন বরিশালের শিরোপা জয়ে দেন নেতৃত্ব।
টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা বাঁহাতি এই ওপেনার পরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন ঢাকা প্রিমিয়ার লিগ। ঘরোয়া ক্রিকেট খেললেও জাতীয় দলে তামিম নামটি এখন অনেকটাই অচেনা। মাঠে বা ক্রিকেটীয় কার্যক্রমেও তাকে সেভাবে দেখা যায় না। কিছুদিন আগে মিরপুর স্টেডিয়ামে গিয়ে আলোচনায় আসেন তামিম। এদিন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে স্টেডিয়ামের অবকাঠামো ঘুরে ঘুরে দেখান তিনি। এরপর তাকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়। জাতীয় দলে ফিরছেন তামিম নাকি বোর্ডে আসছেন, তৈরি হয় এমন জিজ্ঞাসা।